বাংলার পড়ুয়াদের গবেষণার সুযোগ দিচ্ছে ISRO, শুরু আবেদন

বাংলার পড়ুয়াদের গবেষণার সুযোগ দিচ্ছে ISRO, শুরু আবেদন

নয়াদিল্লি: বিজ্ঞান চর্চায় পড়ুয়াদের আগ্রহী করে তুলতে বড়সড় উদ্যোগ নিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ পড়ুয়াদের উৎসাহ বাড়াতে ‘ইয়ং সাইন্টিস্ট প্রোগ্রামে’র আজোয়ন করতে চলেছে ইসরো৷ গত বছর থেকে এই অনুষ্ঠানের সূচনা করা হয়েছে৷

এবছর প্রথম পর্যায়ের কর্মশালা আয়োজিত হয়েছে৷ চলতি বছরে মে মাসে দ্বিতীয় পর্যায়ের এই কর্মশালার আয়োজন হতে চলেছে৷ দুই সপ্তাহ ব্যাপী এই কর্মশালা চলবে৷ ১১মে থেকে ২২ মে পর্যন্ত চলবে এই কর্মসূচি৷

ইসরোর তরফে জানা গিয়েছে, প্রত্যেক রাজ্য থেকে ৩ জন ছাত্র এই কর্মশালায় অংশ গ্রহণের সুযোগ পাবেন৷ আইসিএসসি, সিবিএসসি, অথবা রাজ্য স্তরের পাঠ্যক্রম অনুসারে নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে৷ অষ্টম শ্রেণিতে পাঠরত পড়ুয়ারা, যারা আগামী শিক্ষাবর্ষ ২০২০-২০২১ সালে নবম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তারা এই কর্মশালায় যোগদানের জন্য আবেদন করতে পারবে৷

অনলাইনে করতে হবে আবেদন৷ অনলাইনে আবেদনের ভিত্তিতে পরীক্ষায় ডাকা হবে৷ আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবেন৷ ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের এই অভিনব প্রয়াসের মাধ্যমে আগামী দিনে নতুন প্রতিভার স্বীকৃতি মিলবে বলে আশা করছেন অভিভাবকেরা৷ এই লিঙ্কে ক্লিক করে আবেদন জানানো যাবে- https://www.isro.gov.in/update/22-jan-2020/young-scientist-programme-2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =