কেলেঙ্কারি রুখতে বন্ধ হতে চলছে ইন্টারনেট পরিষেবা

কলকাতা: মাধ্যমিকে লাগাতার প্রশ্নফাঁসের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরও সতর্ক হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ সূত্রের খবর, প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারি রুখতে পরীক্ষা চলাকালীন বন্ধ হতে পারে ইন্টারনেট পরিষেবা৷ ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার বেশ কিছু সুরক্ষামূলক ব্যবস্থা নিশ্চিত করতে পারে সংসদ৷ সেগুলি আপাতত গোপন রাখা হচ্ছে৷ সূত্রের খবর, হোয়াটসঅ্যাপে প্রশ্ন ছড়ানো রুখতে মাধ্যমিরকে উপদ্রুত এলাকাগুলিতে ওয়্যারলেস

কেলেঙ্কারি রুখতে বন্ধ হতে চলছে ইন্টারনেট পরিষেবা

কলকাতা: মাধ্যমিকে লাগাতার প্রশ্নফাঁসের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরও সতর্ক হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ সূত্রের খবর, প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারি রুখতে পরীক্ষা চলাকালীন বন্ধ হতে পারে ইন্টারনেট পরিষেবা৷ ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার বেশ কিছু সুরক্ষামূলক ব্যবস্থা নিশ্চিত করতে পারে সংসদ৷ সেগুলি আপাতত গোপন রাখা হচ্ছে৷

সূত্রের খবর, হোয়াটসঅ্যাপে প্রশ্ন ছড়ানো রুখতে মাধ্যমিরকে উপদ্রুত এলাকাগুলিতে ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল৷ মনে করা হচ্ছে, বাকি পরীক্ষাগুলিতেও একই ব্যবস্থা করা হবে৷  উচ্চ মাধ্যমিকে প্রথম থেকেই এই কৌশল নেওয়া হবে বলে খবর৷ এর জন্য জেলাশাসকদের কাছেও নির্দেশ গিয়েছে রাজ্য প্রশাসনের তরফে৷

বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, মোবাইল তো বটেই, কোনও ব্যাগ নিয়েও পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না৷ কঠোরভাবে তা মেনে চলতে হবে৷ সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রে রিপোর্টিং টাইম সকাল ন’টা করা হয়েছে৷ অর্থাৎ, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে হলে ঢুকতে হবে৷ কারণ এখন অনেক রাজনৈতিক মিটিং-মিছিল হচ্ছে৷ রাস্তাঘাটে দেরির জন্য শেষ মুহূর্তে হুড়োহুড়ি পড়ে গেলে মুশকিল৷ সভাপতি মহুয়া দাস আগেই জানিয়েছিলেন, উপদ্রুত এলাকার স্কুলগুলিতে হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর রাখা হবে৷ তা দিয়ে মোবাইল বা অন্য ইলেকট্রনিক ডিভাইস খোঁজা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 14 =