এবার কলেজে সবাই ‘পাস’! বাধ্যতামূলক নয় সিমেস্টার: UGC

এবার কলেজে সবাই ‘পাস’! বাধ্যতামূলক নয় সিমেস্টার: UGC

942867b1891b8772bb7104645a4735b8

নয়াদিল্লি: চোখ রাঙাচ্ছে মারণ করোনা৷ লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ মৃত্যুর সংখ্যাও বেশ উদ্বেগজনক৷ করোনা পরিস্থিতির জেরে সংকটে জীবন ও জীবিকা৷ বর্তমান এই পরিস্থিতিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষা কবে হবে? দেশের কয়েক লক্ষ পড়ুয়ার ভবিষ্যতের কথা মথায় রেখে এবার গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউজিসি৷ খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে৷

ইউজিসিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা   পিটিআই জানিয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনা করে ইউজিসি সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান ও আগের সিমেস্টারের উপর ভিত্তি করে গ্রেড দেওয়া হবে৷ কলেজ বিশ্ববিদ্যালয় সিমেস্টার বাধ্যতামূলক নয়৷ আপাতত সেমিস্টার বাধ্যতামূলক করা হচ্ছে না বলে জানিয়েছে ইউজিসি৷ আগামী জুলাইয়ের বদলে সেপ্টেম্বর থেকে শুরু হবে শিক্ষাবর্ষ৷ যেখানে স্বাভাবিক পরিস্থিতি সেখানে জুলাই নাগাদ পরীক্ষা নেওয়া যেতে পারে৷ আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ৷ পিএইচডি, এমফিলের ক্ষেত্রে বাড়তি ৬ মাস সময় দেওয়া হতে পারে৷ ফাইনাল সেমেস্টারের পড়ুয়াদের পরীক্ষা হবে জুলাই মাসে৷ করোনা আবহে এমনই বিজ্ঞপ্তি জারি করেছে ইউজিসি, খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে৷

ইউজিসির তরফে জানানো হয়েছে, ‘‘ইন্টারমিডিয়েট পড়ুয়াদের বর্তমান ও বিগত সেমেস্টারের ভিত্তিতে মূল্যায়ন করা হবে৷ পরিস্থিতি স্বাভাবিক হলে  জুলাই মাসে পরীক্ষা নেওয়া যেতে পারে৷ চূড়াস্ত সিমেস্টারের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে জুলাইতে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *