কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে চূড়ান্ত ব্যবস্থার নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ আজ সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ধরা পড়লে বাতিল হবে পরীক্ষা৷ শুরু তাই নয়, রেজিস্ট্রেশন নম্বরও বাতিল হবে৷ আর কোনও দিন ওই পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে বসতে পারবে না বলেও জানিয়ে দেওয়া হয়৷ আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ চলবে ১৩ মার্চ পর্যন্ত৷ পরীক্ষা শুরু আগে প্রশ্ন ফাঁস রুখতে এদিন একগুচ্ছ বিধিনিষেধ চাপানো হয়৷
সাংবাদিক বৈঠক করে এদিন বেশ কিছু কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় সংসদের তরফে৷ পরীক্ষা কেন্দ্রের প্রতিটি ঘরে থাকবেন তিনজন পরিদর্শক৷ পরীক্ষা কেন্দ্রের ক্লাসে পরীক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলে পরীক্ষা এবং রেজিস্ট্রেশন বাতিল হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়৷ এক চতুর্থাংশ কেন্দ্রে ফোন ডিটেকশন সিস্টেম রাখার নির্দেশও দেওয়া হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে৷ বেলা ১০টার বেল পড়ার পরই খোলা যাবে সিল বন্ধ প্রশ্নপত্রের খাম৷ একমাত্র প্রধান শিক্ষকের কাছেই মোবাইলে থাকবে বলেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে৷ পরীক্ষা কেন্দ্রের গেটে পরীক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলে তা বাজেয়াপ্ত হবে বলেও কড়া বার্তা দেওয়া হয়৷
পরীক্ষা শুরুর একঘণ্টা আগে পরীক্ষার্থীদের হলে পৌঁছে যাওয়া বাধ্যতামূলকও করা হয়েছে৷ ১২টা ৪৫ মিনিটের আগে পরীক্ষার্থীদের হলের বাইরে বেরতে দেওয়া যাবে না বলেও জানানো হয়েছে৷ এছাড়াও পরীক্ষা কেন্দ্রে শিক্ষক ও শিক্ষাকর্মীদের হলে প্রবেশ করার উপরও জারি হয়েছে বিধিনিষেধ৷ শিক্ষাকর্মী ও শিক্ষকরা মোবাইল ব্যবহার করতে পারবে না বলেও এদিন সাফ জানিয়ে দেওয়া হয়৷ পরীক্ষা চলাকালীন কোনও অব্যবস্থা ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সংসদের তরফে জানানো হয়৷ পরীক্ষাকেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থাও করার কথাও জানানো হয়েছে৷
অন্যদিকে,উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে ঢোকার নির্দেশ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাতে করে একজন পড়ুয়াকে সকাল ৯টায় তার নির্ধারিত কেন্দ্রে পৌঁছতে হবে। এতে পরীক্ষার্থীদের উপর বাড়তি মানসিক চাপ তৈরি হবে বলে মনে করছে পশ্চিমবঙ্গ সরকারি স্কুল শিক্ষক সমিতি।
বড় পরীক্ষার আগে এমন চাপ কমানোর জন্য সংসদের কাছে আবেদন করেছে সমিতি। এছাড়াও মাধ্যমিকে যেভাবে পরীক্ষা চলাকালীনই প্রশ্ন হোয়াটসঅ্যাপে বেরিয়ে গিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করে সংগঠন জানিয়েছে, সংসদের উচিত আরও বেশি সতর্ক হয়ে এই পরীক্ষা পরিচালনা করা। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে।