ব্রেকিং: ১৫ দিনের মধ্যেই উচ্চমাধ্যমিকে টেস্ট পরীক্ষা নেওয়ার নির্দেশ

ব্রেকিং: ১৫ দিনের মধ্যেই উচ্চমাধ্যমিকে টেস্ট পরীক্ষা নেওয়ার নির্দেশ

7fc0df548a92b520e5029dda89515e77

 কলকাতা: রাজ্য সরকার দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষায় প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের উপরে থিওরিটিকাল পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষা শেষ করতে হবে বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আজ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।

পরীক্ষার সূচি এবং সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঠিক করতে হবে বলে জানানো হয়েছে। প্রতিটি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর ও ফলাফল স্কুলগুলিকে সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে৷ কয়েক সপ্তাহ হয়েছে স্কুল খুলেছে৷ স্কুল খোলার পর ১৫ দিনের সময়সীমার মধ্যে কীভাবে হবে টেস্ট পরীক্ষা? সিলেবাস কি আদৌও শেষ করা সম্ভব হয়েছে? পরীক্ষা হবেই বা কীভাবে? বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে নানান প্রশ্ন৷

বিজ্ঞপ্তি

টেস্ট পরীক্ষা অবশ্যই নেওয়া উচিত। কিন্তু ১৬ নভেম্বর ক্লাস শুরু করে ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করা কার্যত অসম্ভব। মনে করছেন শিক্ষক মহলের একাংশ৷ এমনিতেই এখনও পর্ষদের নির্দেশমত সপ্তাহে তিন করে ক্লাস করানো যাচ্ছে। আরও কিছুদিন ক্লাস করিয়ে অন্তত জানুয়ারির শেষের দিকে এই পরীক্ষা নিলে কিছুটা সিলবাস শেষ করা যেত৷ কারণ, পরিস্থিতি কোনও কারণে অবনতি হলে এই টেস্ট পরীক্ষার ফলাফলই অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মত প্রকাশ করেছেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *