প্রাথমিকে বাধ্যতামূলক হচ্ছে নয়া ক্লাস, ‘চু কিত্ কিত্’ খেলাবেন শিক্ষকরা!

রাজ্য সরকারি প্রাইমারি স্কুলগুলিকে ইংরেজি মাধ্যমের স্কুলগুলির মতো জনপ্রিয় করে তুলতে নানান পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ সেক্ষেত্রে সরকারি প্রাইমারি স্কুলের ছোট ছোট পড়ুয়াদের কাছে পড়াশোনাকে আনন্দদায়ক করে তোলার পাশাপাশি তাদের সুস্বাস্থ্য এবং সুস্থ মানসিকতার প্রতি গুরুত্ব দিয়ে এখন থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলো৷ তবে এই খেলাধুলোর মধ্যেও থাকছে বিশেষত্ব৷

কলকাতা: রাজ্য সরকারি প্রাইমারি স্কুলগুলিকে ইংরেজি মাধ্যমের স্কুলগুলির মতো জনপ্রিয় করে তুলতে নানান পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ সেক্ষেত্রে সরকারি প্রাইমারি স্কুলের ছোট ছোট পড়ুয়াদের কাছে পড়াশোনাকে আনন্দদায়ক করে তোলার পাশাপাশি তাদের সুস্বাস্থ্য এবং সুস্থ মানসিকতার প্রতি গুরুত্ব দিয়ে এখন থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলো৷ তবে এই খেলাধুলোর মধ্যেও থাকছে বিশেষত্ব৷

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী, জনপ্রিয় এবং সম্পূর্ণ স্বদেশী খেলাগুলিকেই প্রাধান্য দিচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ এই মর্মে শুক্রবার রাজ্যের জেলা স্কুল পরিষদের সভাপতিদের  নির্দেশিকা পাঠানো হল শুক্রবার৷ নির্দেশিকা উল্লেখ করা হয়েছে নতুন শিক্ষাবর্ষ থেকে প্রতিটি প্রাইমারি স্কুলে প্রতিদিনের রুটিনে নিয়ম করে খেলাধুলো রাখতে হবে৷ মিড ডে মিল এর আগে অথবা ছুটির আগে স্কুলের মাঠেই শিক্ষকের উপস্থিতিতে এইধরনের খেলাধুলা করবে ছাত্রছাত্রীরা৷ নির্দেশিকা আরও উল্লেখ করা হয়েছে এই নিয়ম সঠিক উদ্যোগ বাস্তবায়িত হলে এটি শিক্ষামূলক এবং সহ-শিক্ষাগত ক্রিয়াকলাপের মাধ্যমে চূড়ান্ত বিকাশ নিশ্চিত করার জন্য একটি প্রাণবন্ত শিক্ষার পরিবেশের মধ্যে দিয়ে একটি আনন্দদায়ক শিক্ষার প্রসার ঘটাবে৷

এক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে যে বিষয়গুলির ওপর জোর দিতে বলা হয়েছে সেগুলি হল- এলাকায় সাধারণত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে থাকবে হাইয়েন দানরি, টিপ্পা, লাফ দড়ি, দাড়িয়াবান্ধা, চু কিত্ কিত্ প্রভৃতি৷ ভারপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকার তদারকিতে খেলাগুলি হবে স্কুল প্রাঙ্গনে৷ স্কুল বা ক্লাসের রুটিন সেই অনুসারে তৈরি করতে হবে৷ পুরো বিষয়টির রক্ষণাবেক্ষণ ও তদারকির দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক৷ অবিলম্বে জেলাভিত্তিক সমস্ত প্রাইমারি স্কুল এস এস কে ও মাদ্রাসার প্রধান শিক্ষকদের এই নির্দেশিকা পাঠানোর আবেদন জানানো হয়েছে এই নির্দেশিকায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *