সেপ্টেম্বর থেকে ফের স্কুল, কীভাবে? ‘সুইজ-মডেলে’ রাজ্যের মত চাইছে কেন্দ্র

সেপ্টেম্বর থেকে ফের স্কুল, কীভাবে? ‘সুইজ-মডেলে’ রাজ্যের মত চাইছে কেন্দ্র

59e7ff04229083264598d9600ab78488

 

নয়াদিল্লি: মহামারীর আবহে ঘরবন্দি পড়ুয়াদের ক্যাম্পাসে ফিরিয়ে এনে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল সুইজারল্যান্ড৷ চালু হয়েছে দ্য আমেরিকান স্কুল ইন সুইজারল্যান্ড বা তাসিস মডেল৷ এবার সুইজারল্যান্ডের সেই ‘মডেল’কে অনুসরণ করে সেপ্টেম্বর থেকে পড়ুয়াদের ক্যাম্পাসমুখী করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু, সুইজারল্যান্ডের তাসিস মডেল অনুসরণ করে আদৌও সফল হতে পারবে ভারত? সাফল্যের রূপরেখা তৈরি করতে বিশেষজ্ঞ থেকে রাজ্যের মতামত চেয়ে পাঠিয়েছে কেন্দ্র৷ কীভাবে খোলা হবে স্কুল? কোন কোন বিধি কার্যকর হবে? কোন শর্তা পান করে স্কুল খোলা হবে? এই নিয়ে শুরু হয়েছে চর্চা৷

কোভিডের সংক্রমণ রুখতে গত ২৫ মার্চ থেকে লকডাউন শুরু হয়েছে গোটা দেশে? তার কিছু আগে থেকে স্কুল-কলেজ বন্ধ রয়েছে৷ দীর্ঘ লকডাউন পর্ব কাটিয়ে আনলক প্রক্রিয়া শুরু হলেও কিছুতেই কমছে না করোনা সংক্রান্ত৷ আজও একদিনে ৬৫ হাজার সংক্রমণ ধরা পড়েছে৷ যা এখনও পর্যন্ত সর্বাধিক৷ আর এই পরিস্থিতির মধ্যেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার দিকে পা বাড়াচ্ছে কেন্দ্র৷ এই বিষয়ে রাজ্যের মতামতও চাওয়া হয়েছে৷  

সূত্রের খবর, স্বাস্থ্যবিধি সুনিশ্চিত করে সেপ্টেম্বর থেকে স্কুল খোলার চিন্তাভাবনা করছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ পরীক্ষামূলকভাবে শুধুমাত্র উঁচু ক্লাস দিয়ে শুরু হতে পারে স্কুল৷ পরে অন্যান্য ক্লাসগুলি ধাপে ধাপে চালু করা হবে৷ স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধনের নেতৃত্বে ইতিমধ্যেই মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে আলোচনা হয়েছে৷ তবে, চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ রাজ্যগুলির হাতেই সিদ্ধান্ত নেওয়ার দায় ছেড়ে দেওয়া হয়েছে৷  রাজ্যের বিস্তারিত মতামত জানতে চেয়েছে কেন্দ্র৷

কেন্দ্রের ভাবনা, প্রাথমিক পর্যায়ে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হতে পারে৷ ক্লাসের প্রতিটি সেকশনকে ভাগ করে দেওয়া হতে পারে৷ হতে পারে একদিন অন্তর একদিন ক্লাস৷ রাখা হবে দূরত্ববিধি৷ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ও দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত দুটি শিফ্টে ক্লাস নেওয়া হতে পারে৷ মাঝের সময়ে হতে পারে স্যানিটাইজ৷ আপাতত এই পরিকল্পনা সফল হলে ধীরে ধীরে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির ক্লাস নেওয়া হতে পারে৷ তবে প্রথমিক স্কুল এখনই চালু না করার পক্ষে সওয়াল করেছে মন্ত্রিগোষ্ঠী৷

বেশ কিছু রাজ্য সেপ্টেম্বর থেকে স্কুল খোলার পক্ষে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবসের পর স্কুল খোলার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন৷ তবে, তা সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর৷ কিন্তু, এই মুহূর্তে ২৫০০ বেশি দৈনিক সংক্রমণ ধরা পড়েছে বাংলায়৷ বাড়ছে টেস্ট৷ ফলে, বাড়তে থাকা করোনা পরিস্থিতির মধ্যে বাংলায় আদৌও স্কুল খোলার পক্ষে রাজ্য সওয়াল করে কি না, সেদিকে তাকিয়ে অভিভাবকদের একাংশ৷ স্কুল খোলা নিয়ে তাঁদের মধ্যেও রয়েছে আশঙ্কা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *