উচ্চ মাধ্যমিকের জন্য বাড়তি সুবিধা ভারতীয় রেলের

কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিভিন্ন স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেবে কিছু লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন। পূর্ব রেল জানিয়েছে, পরীক্ষার দিনগুলিতে সকাল ৮টা থেকে ১০টা এবং দুপুর ১টা ১৫ থেকে ৩টে ১৫ মিনিটের মধ্যে এই সুবিধা পাওয়া যাবে নির্দিষ্ট কিছু স্টেশনে। এর মধ্যে অতিরিক্ত দু’টি আপ এবং চারটি ডাউন ট্রেন দাঁড়াবে পলতা স্টেশনে, পাঁচটি আপ এবং

feaf3d8aac153d087af68ef8c4ab28ed

উচ্চ মাধ্যমিকের জন্য বাড়তি সুবিধা ভারতীয় রেলের

কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিভিন্ন স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেবে কিছু লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন। পূর্ব রেল জানিয়েছে, পরীক্ষার দিনগুলিতে সকাল ৮টা থেকে ১০টা এবং দুপুর ১টা ১৫ থেকে ৩টে ১৫ মিনিটের মধ্যে এই সুবিধা পাওয়া যাবে নির্দিষ্ট কিছু স্টেশনে।

এর মধ্যে অতিরিক্ত দু’টি আপ এবং চারটি ডাউন ট্রেন দাঁড়াবে পলতা স্টেশনে, পাঁচটি আপ এবং ছ’টি ডাউন ট্রেন দাঁড়াবে জগদ্দল স্টেশনে, চারটি আপ এবং তিনটি ডাউন ট্রেন দাঁড়াবে কাঁকিনাড়া স্টেশনে, একটি আপ এবং দু’টি ডাউন ট্রেন দাঁড়াবে পায়রাডাঙা স্টেশনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *