নয়াদিল্লি: মিড ডে মিল বিতর্কে জল ঢেলে রাজ্যগুলিকে বিকল্প প্রস্তাব পাঠাল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ পাঠিয়ে সমস্ত স্কুলে কিচেন গার্ডেন তৈরি করার নির্দেশ পাঠিয়েছে৷ কেন্দ্রের নয়া প্রস্তাবে শুরু হয়েছে বিতর্ক৷
অনেকেই বলছেন, মিড ডে মিলে নামমাত্র বরাদ্দ করে একের পর এক ফতোয়া জারি করছে কেন্দ্র৷ মাত্র ৪-৫ টাকার বরাদ্দ পড়ুয়াদের পুষ্টিকর খাদ্য দেওয়া যায়? সেদিকে নজর না দিয়ে স্কুলে কিচেন গার্ডেন বানানোর যুক্তি কী? তা নিয়েও প্রশ্ন তুলেছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷
জানা গিয়েছে, বিভিন্ন মিশনারি ও বেসরকারি স্কুলে এই ধরনের ব্যবস্থা ইতিমধ্যেই চালু আছে৷ কিন্তু সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে এই ধরনের উদ্যোগ বিক্ষিপ্তভাবে আগে নেওয়া হলেও এই প্রথম সমস্ত স্কুলের জন্য নয় নীতি গ্রহণ করল কেন্দ্র৷ এর পেছনে দুটি লক্ষ্য রয়েছে বলে মনে করছে পর্যবেক্ষক মহলের৷ প্রথমত, শিক্ষক পড়ুয়াদের চাষাবাদ ও পরিবেশ সম্বন্ধে আত্মস্বনির্ভর করে তোলা৷দ্বিতীয়ত, স্কুলের জমিতে পুষ্টিকর খাদ্যের চাষের জন্য বন্দোবস্ত করা৷
কিন্তু প্রশ্ন উঠছে, উদ্যোগটি ভাল হলেও সমস্ত বিশ্ববিদ্যালয় এই নীতি প্রণয়ন করা যাবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ কারণ শহরতলী এমন অনেক কিছুই রয়েছে যেখানে জায়গার অভাব৷ কীভাবে সেখানে বিকল্প হিসাবে চাষের ব্যবস্থা করা যাবে? সেটা নিশ্চিত করে বলা উচিত ছিল কেন্দ্রের৷ এই কিচেন গার্ডেন তৈরির জন্য সাহায্য ও পরামর্শ করা হবে বলে কেন্দ্রের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে৷ স্কুলের জমিতে সবজি ও ফল চাষ আদৌ কীভাবে সম্ভব? কেন্দ্রের এই নীতি কীভাবে প্রণয়ন করা যায় তা নিয়ে উঠছে প্রশ্ন৷