মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের

কলকাতা:  আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২০-র মাধ্যমিক পরীক্ষা। তাঁর আগে রাজ্যের মাধ্যমিক স্কুলগুলিকে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশিকা পাঠালো রাজ্য মধ্য শিক্ষা পর্ষদ।

নির্দেশিকা অনুসারে আগামী ৮ ফেব্রুয়ারি,২০২০ বেলা ১১টা থেকে বিকেল ৫টা-র মধ্যে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক অথবা স্কুল কর্তৃপক্ষকে বোর্ডের ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। অ্যাডমিট কার্ডে কোনো ত্রুটি বা অসামঞ্জস্য থাকলে ১৫ ফেব্রুয়ারির মধ্যে তা সংশোধনের জন্য লিখিত আকারে জানাতে হবে বোর্ডকে। উল্লিখিত তারিখের মধ্যে এবিষয়ে না জানালে এরপর কোনো আবেদন গ্রাহ্য হবে না।

১৮ ফেব্রুয়ারি থেকে টানা আটদিন ধরে চলবে মাধ্যমিক পরীক্ষা। শুধু ইতিহাস পরীক্ষার আগে একদিন ছুটি থাকছে। আর পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে,অঙ্ক পরীক্ষা নেওয়া হবে সোমবার। সুতরাং রবিবার শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার জন্য আরও একপ্রস্থ সুযোগ পাচ্ছে পরীক্ষার্থীরা।
 
২০২০-র  মাধ্যমিক পরীক্ষার রুটিন একনজরে-
১৮/২/২০ (মঙ্গলবার) প্রথম ভাষা
১৯/২/২০ (বুধবার) দ্বিতীয় ভাষা
২০/২/২০ (বৃহস্পতিবার)ভূগোল
২২/ ২/২০ (শনিবার) ইতিহাস
২৪/২/২০ (সোমবার) অঙ্ক
২৫/২/২০ (মঙ্গলবার) ভৌত বিজ্ঞান
২৬/২/২০ (বুধবার) জীবন বিজ্ঞান
২৭/২/২০ ( বৃহস্পতিবার) ঐচ্ছিক বিষয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =