কলকাতা: মাত্র দিন কয়েকের অপেক্ষা৷ তারপর শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা৷ আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে৷ চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত৷ সকল পরীক্ষার্থীর যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করতে পরীক্ষা পরিচালনের দায়িত্বপ্রাপ্ত বিদ্যালয়গুলিকে পরিকাঠামোগত ভাবে তৈরি থাকার নির্দেশ দিল জেলা শিক্ষা আধিকারিক৷ এই নির্দেশিকা জারি করে পরীক্ষা পরিচালনার ভারপ্রাপ্ত বিদ্যালয়গুলিকে তাদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল করা হয়েছে৷
নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যকে বিদ্যালয়ে যে কক্ষগুলিতে পরীক্ষার আসন করা হবে, সেখানে যাতে পর্যাপ্ত আলোর বন্দোবস্ত থাকে, পরীক্ষা চলাকালীন প্রয়োজনে পরীক্ষার্থীদের পাণীয় জলের বিতরন করা হয়, কোনও পরীক্ষার্থী যদি মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে, তাহলে ওই পরীক্ষার্থীর ফোন ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে জমা ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে৷ প্রত্যেক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট যথাযথ ভাবে গুরুত্ব সহকারে পরিদর্শক যেন পরীক্ষা করে নেয়, তারও নির্দেশ দেওয়া হয়েছে৷
পরীক্ষা কেন্দ্র ও ব্যবস্থাপনা সম্পর্কে পরীক্ষা কেন্দ্রের প্রধানের ধারণা রাখা জরুরি বলেও জানানো হয়েছে৷ যাতে সুষ্ঠ ভাবে পরীক্ষা পরিচালনা করা যায়, তা নিশ্চিত করতেও বলা হয়েছে৷ অন্যথায় পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের কোনও ত্রুটি নজরে এলে তা পরীক্ষার্থীদের পক্ষে খুবই মুশকিলের হয়ে দাঁড়ায়৷ চাইলেও তখন কোনও বিকল্প বন্দোবস্ত করার সুযোগ থাকে না৷ নানান অপ্রীতিকর ঘটনার সম্ভবনার কথা মাথায় রেখে জেলা শিক্ষা অধিকর্তার এই নির্দেশিকা বলে মনে করা হচ্ছে৷