নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার পরীক্ষার্থী, তাঁদের অভিভাবক ছাড়াও বিভিন্ন মহল এমনকি বেশকয়েকটি রাজ্য সরকার। কিন্তু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এই পরিস্থিতিতে সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তায় আছেন পরীক্ষার্থীরা। তাই পরীক্ষা চলাকালীন এই পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধা সহ একাধিক বিষয়ে সহায়তার জন্য যৌথ উদ্যোগে একটি পোর্টাল চালু করল ভারতের বিভিন্ন আইআইটির প্রাক্তণ ছাত্ররা। কর্মকর্তারাই জানিয়েছেন বিষয়টি।
আইআইটি-দিল্লির পরিচালক ভি রামগোপাল রাওয়ের আবেদন অনুসারে তৈরি করা হয়েছে পোর্টাল-এডুরাইড.ইন (eduride.in)। আইআইটি-দিল্লির এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রোহিত কোশির (পূর্বতন সভাপতি, আইআইটিডিএএ) এবং সংস্কার জৈন (আইআইটি বোম্বে অ্যালুমিনাস) এর পরামর্শে গড়ে তোলা এই পোর্টালটি বিশেষত প্রত্যন্ত অঞ্চল ও দুর্বল যোগাযোগ ব্যবস্থা আছে এমন অঞ্চলের দুস্থ পরীক্ষার্থীদের যাতায়াত সহজসাধ্য করার লক্ষ্যে।
পরীক্ষার দিন পরীক্ষার্থীরা যায়ায়াতে সহায়তার জন্য গাড়ি নিতে চাইলে, এডিউরড.ইন-এ তাঁদের রেজিস্ট্রেশন করাতে হবে। পরীক্ষা কেন্দ্রের বিশদ জানিয়ে পরিবহন পরিষেবার জন্য এই পোর্টালে আবেদন জানাতে হবে। এছাড়াও 9311323756- এই ফোন নম্বরে যোগাযোগ করে সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আবেদন জানানো যাবে। পরীক্ষার্থীরা কাউকে স্বেচ্ছাসেবক করতে চাইলে এই ওয়েবসাইটেই রেজিস্ট্রেশন করতে হবে। স্বেচ্ছাসেবীরা পরীক্ষার্থীদের গাড়ি চালিয়ে নিয়ে আসা বা গাড়ির ব্যবস্থা করে দেওয়া এরমধ্যে যেকোনো বিকল্প বেছে নিতে পারেন।
কিভাবে কাজ করবে এই পোর্টাল-
পাক্তণী স্বেচ্ছাসেবী এবং পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের পর পোর্টাল যোগাযোগের বিশদ বিনিময়ের মাধ্যমে স্বেচ্ছাসেবক এবং প্রার্থীদের মধ্যে উপযুক্ত সংযোগ স্থাপন করবে। এরপর পরীক্ষা কেন্দ্রে যাওয়ার বিষয়ে পরিকল্পনা করার জন্য তারা নিজেরাই যোগাযোগ করে নিতে পারবে।
পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিতে অনুদানের অর্থ ক্যাব পরিষেবা দূওয়ার ক্ষেত্রে অর্থের জন্য আয়োজকদের সহায়তা করবে। আইআইটি-র প্রাক্তণ ছাত্রদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আইআইটি দিল্লির পরিচালক ভি রামগোপাল রাও জানিয়েছেন যে, বেশ কয়েকজন পরীক্ষার্থী তাঁকে চিঠি লিখেছিল এবং সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে কমেন্ট করেছিল যে তাঁদের ব্যক্তিগতভাবে গাড়ির ব্যবস্থা করার সামর্থ্য নেই এবং পরীক্ষার কেন্দ্রে যাওয়ার জন্য সহায়তা চেয়েছিল। তখনই তিনি প্রাক্তন শিক্ষার্থী এবং অন্যদের কাছে সাহায্যের জন্য আবেদন জানান। এই আবেদনের ফলস্বরূপ তৈরি হয় পোর্টাল, এডুরাইড.ইন্ডিয়া।