প্রকাশিত JEE অ্যাডভান্সের ফল, IIT প্রবেশিকা পরীক্ষায় রেকর্ড নম্বর পেয়ে প্রথম মৃদুল

প্রকাশিত JEE অ্যাডভান্সের ফল, IIT প্রবেশিকা পরীক্ষায় রেকর্ড নম্বর পেয়ে প্রথম মৃদুল

নয়াদিল্লি: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রাস এজগামিনেশন অ্যাডভান্স (জেইই অ্যাডভান্স) ২০২১-এর ফলাফল৷ সেই সঙ্গে মেধাতালিকাও প্রকাশ করা হয়েছে। জেইই অ্যাডভান্স পরীক্ষায় প্রথম স্থান দখল করেছেন জয়পুরের মৃদুল আগরওয়াল৷ মৃদুল শুধু তালিকার শীর্ষস্থানই দখল করেননি, আইআইটি-জেইই প্রবেশিকা পরীক্ষায় এখনও পর্যন্ত সবচেয়ে বেশি স্কোর করে ইতিহাস গড়েছেন জয়পুরের এই ছেলে। ৩৬০ নম্বরের মধ্যে মোট ৩৪৮ নম্বর পেয়েছেন তিনি। শতাংশের নিরিখে তাঁর প্রাপ্ত নম্বর ৯৬.৬৬৷ 

আরও পড়ুন- পা ছুঁয়ে প্রণাম করলেন হবু IAS, চোখের জলে আবেগতাড়িত স্কুলের পরিচারিকা

প্রসঙ্গত, এর আগে  জেইই মেন ২০২১ পরীক্ষাতেও প্রথম স্থান অধিকার করেছিলেন মৃদুল আগরওয়াল। এবারও রেকর্ড গড়লেন। ২০১১-র পর জেইই অ্যাডভান্স পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেলেন তিনি। এতদিন জেইই অ্যাডভান্সে সর্বোচ্চ নম্বর ছিল ৯৬ শতাংশ। স্বভাবতই নিজের ফল নিয়ে দারুন খুশি টপার মৃদুল৷  ছেলের এই কৃতিত্বে একইসঙ্গে আনন্দিত ও গর্বিত তাঁর বাবা-মা। মৃদুলের বাবা প্রদীপ আগরওয়াল একটি বেসরকারি সংস্থার ফাইনান্স বিভাগের প্রধান। মা পূজা আগরওয়াল একজন গৃহবধূ। মৃদুলের একটা ছোট ভাই রয়েছে৷ সে এখন সপ্তম শ্রেণীর পড়ুয়া৷ 

পড়াশোনায় বরাবরই মেধাবী মৃদুল৷ পদার্থবিদ্যা ও রসায়নের প্রতি তাঁর আগ্রহ বরাবার। আগামী দিনে নিজের পছন্দের এই দুটি বিষয় নিয়েই পড়াশোনা করতে চান। প্রথম থেকেই তাঁর লক্ষ্য ছিল আইআইটি বম্বে৷ সেই লক্ষ্যকে সামনে রেখেই পড়াশোনা করে গিয়েছেন৷ কঠোর পরিশ্রম করেছেন। দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা পড়াশোনা করেছেন৷ উল্লেখ্য, দশম ও দ্বাদশ শ্রেণীর সিবিএসই বোর্ড পরীক্ষাতেও অসাধারণ ফল করেছিলেন মৃদুল৷ ৯৮.২ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *