GATE পরীক্ষার দিন ঘোষণা করল IIT-র, আগামী ফেব্রুয়ারি মাসেই হবে পরীক্ষা

২০২১ সালের 'গেট' পরীক্ষার দিন ঘোষণা করা হল। আগামী ফেব্রুয়ারি মাসে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং বা গেট পরীক্ষা নেওয়া হবে। ফেব্রুয়ারি মাসের ৫,৬,৭ ও ১২,১৩,১৪ এই তারিখ গুলিতে গেট পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার স্কোর কার্ড ৩ বছরের জন্য বৈধ থাকবে। এই পরীক্ষার আয়োজক সংস্থা হল মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি।

 

কলকাতা: ২০২১ সালের ‘গেট’ পরীক্ষার দিন ঘোষণা করা হল। আগামী ফেব্রুয়ারি মাসে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং বা গেট পরীক্ষা নেওয়া হবে। ফেব্রুয়ারি মাসের ৫,৬,৭ ও ১২,১৩,১৪ এই তারিখ গুলিতে গেট পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার স্কোর কার্ড ৩ বছরের জন্য বৈধ থাকবে। এই পরীক্ষার আয়োজক সংস্থা হল মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি।

এই পরীক্ষার জন্য ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, টেকনোলজি, সায়েন্স, আর্টস, কমার্স শাখার ৩য় বর্ষের পড়ুয়া অথবা এর থেকে উচ্চতর বর্ষে পাঠরত পড়ুয়ারা আবেদন করতে পারবেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে ভারত সরকারের শিক্ষামন্ত্রক ও অন্যান্য স্কলারশিপ ও আর্থিক সুবিধা পাওয়া যাবে। সেই অর্থে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার, ম্যাথেমেটিক্স, স্ট্যাটেস্টিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের পাশাপাশি বিভিন্ন পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ও সায়েন্সের সংশ্লিষ্ট শাখার স্নাতকোত্তর কোর্স ও ডক্টোরাল প্রোগ্রামে ভর্তি হওয়া যাবে।

চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরাও এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। কোনও প্রার্থীর বৈধ গেট কার্ড থাকলে বিভিন্ন সংস্থায় চাকরির জন্য আবেদন করা যায়। এই পরীক্ষার জন্য আবেদন করার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। অনলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ওয়েব সাইটের মাধ্যমে। http://gate.iitb.ac.in এই ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার জন্য আবেদন করা যাবে। জেনারেল পরীক্ষার্থীদের এই পরীক্ষার জন্য ১৫০০টাকা জমা করতে হবে। সেক্ষেত্রে মহিলা, তপশিলি জাতি উপজাতি ও দৈহিক প্রতিবন্ধিদের এক্ষেত্রে ৭৫০টাকা জমা দিতে হবে। পশ্চিমবঙ্গ খড়গপুর আইআইটির তরফে এই পরীক্ষার পরীক্ষাকেন্দ্র পশ্চিমবঙ্গের কলকাতা, হুগলী ও খড়গপুরে করা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *