দুর্যোগ উপেক্ষা করে নিটে বসছে ২০ লক্ষ পরীক্ষার্থী

কলকাতা: সারা দেশে ২০ লাখেরও বেশি পরীক্ষার্থী। তার মধ্যে এ রাজ্যেরও প্রায় পৌনে এক লাখ ছাত্রছাত্রী রয়েছেন। রবিবার ৫ মে তাঁরা বসতে চলেছেন দেশজুড়ে বিভিন্ন মেডিক্যাল, ডেন্টাল ও আয়ূশ প্রতিষ্ঠানে ভর্তির অভিন্ন পরীক্ষা নিটে। একদিকে যখন পরীক্ষা নিয়ে ছেলেমেয়েদের শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে, অন্যদিকে সুপার সাইক্লোন ফনি নিয়ে দুশ্চিন্তাও রয়েছে বহু পরীক্ষার্থী ও অভিভাবকদের। সঙ্গে

9465d048284db3b9a811ea64ab0c4d64

দুর্যোগ উপেক্ষা করে নিটে বসছে ২০ লক্ষ পরীক্ষার্থী

কলকাতা: সারা দেশে ২০ লাখেরও বেশি পরীক্ষার্থী। তার মধ্যে এ রাজ্যেরও প্রায় পৌনে এক লাখ ছাত্রছাত্রী রয়েছেন। রবিবার ৫ মে তাঁরা বসতে চলেছেন দেশজুড়ে বিভিন্ন মেডিক্যাল, ডেন্টাল ও আয়ূশ প্রতিষ্ঠানে ভর্তির অভিন্ন পরীক্ষা নিটে।

একদিকে যখন পরীক্ষা নিয়ে ছেলেমেয়েদের শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে, অন্যদিকে সুপার সাইক্লোন ফনি নিয়ে দুশ্চিন্তাও রয়েছে বহু পরীক্ষার্থী ও অভিভাবকদের। সঙ্গে জুড়েছে পরীক্ষার পরের দিন অর্থাৎ ৬ মে কয়েকটি রাজ্যে লোকসভা নির্বাচন থাকায় ৫ মে যানবাহন পরিষেবা নিয়ে চিন্তাও।

এমন অবস্থায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংগঠন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকরকে নিটের দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে চিঠি পাঠিয়েছেন। কিন্তু, এখনও পর্যন্ত পরীক্ষা পিছিয়ে দেওয়ার কোনও খবর পাওয়া যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *