গাছ না লাগালে মিলবে নাস্নাতক ডিগ্রি, বিজ্ঞপ্তি সরকারের

পরিবেশের ভারসাম্য নিয়ে চিন্তিত গোটা বিশ্ব৷ গ্লোবাল ওয়ার্মিংয়ের আতঙ্ক ধেয়ে আসছে মানব সভ্যতার দিকে৷ পিছিয়ে নেই ভারত৷ বৃক্ষ নিধনযজ্ঞের ফলে ইতিমধ্যে দেশের জলস্তর বিপজ্জনক ভবে নেমে গিয়ে তলানিতে ঠেকেছে৷ এই পরিস্থিতিতে রাজস্থান সরকারের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়৷ রাজস্থানের সরকারি ইঞ্জিনিয়রিং কলেজে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কলেজে প্রতি বছর স্নাতক ডিগ্রি প্রাপ্ত পড়ুয়াদের লাগাতে হবে একটি করে

গাছ না লাগালে মিলবে নাস্নাতক ডিগ্রি, বিজ্ঞপ্তি  সরকারের

পরিবেশের ভারসাম্য নিয়ে চিন্তিত গোটা বিশ্ব৷ গ্লোবাল ওয়ার্মিংয়ের আতঙ্ক ধেয়ে আসছে মানব সভ্যতার দিকে৷ পিছিয়ে নেই ভারত৷ বৃক্ষ নিধনযজ্ঞের ফলে ইতিমধ্যে দেশের জলস্তর বিপজ্জনক ভবে নেমে গিয়ে তলানিতে ঠেকেছে৷ এই পরিস্থিতিতে রাজস্থান সরকারের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়৷ রাজস্থানের সরকারি ইঞ্জিনিয়রিং কলেজে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কলেজে প্রতি বছর স্নাতক ডিগ্রি প্রাপ্ত পড়ুয়াদের লাগাতে হবে একটি করে গাছ৷ এমনকি কলেজ চত্বরে পুকুর খননের কাজেও সহযোগিতা করতে হবে৷ তবেই তাদের মিলবে স্নাতক ডিগ্রি৷

রাজস্থান সরকার এই নীতির মধ্যে দিয়ে কলেজ চত্বর পরিচ্ছন্ন ও জল সংরক্ষণের কাজ করবে৷ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গেটা দেশ৷ চলতি শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম চালু করা হবে পড়ুয়াদের জন্য৷ শুধু গাছ লাগানোই চলবে না, সেই গাছের নিয়মিত যত্নও নিতে হবে পড়ুয়াদের৷ শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পরিবেশ রক্ষার্থে এই মহান ব্রত পালন করায় তাদের পাশে থাকতে হবে শিক্ষা কর্মী এবং অশিক্ষক কর্মীদেরও৷ যতদিন পর্যন্ত তারা কলেজের আআওতায় থাকবে ততদিনই তাদের এই কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =