কলকাতা: স্কুলস্তরে ‘পাস ফেল’ প্রথা ফের ফিরছে। সংসদে এ বিষয়ে সংশ্লিষ্ট আইন সংশোধন হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতি মিলেছে। সেইমতো চলতি বছর থেকেই বিদ্যালয় স্তরে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে রাজ্যগুলি চাইলে স্কুলে পাস ফেল প্রথা চালু করতে পারবে। রাইট অব চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন (শিক্ষার অধিকার) আইন অনুযায়ী এতদিন অষ্টম শ্রেণি পর্যন্ত পাস ফেল প্রথা ছিল না।
এতে দেশের সমস্ত শিশুকে বিদ্যালয় স্তরে শিক্ষাদানের উদ্যোগ নেওয়া হলেও আদতে পাস ফেল প্রথা না থাকায় পড়ুয়াদের শিক্ষার মান পড়ে গিয়েছে বলেই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকরের মত। তাই রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেই শিক্ষার অধিকার আইনে সংশোধন আনা হয়। সদ্য সমাপ্ত সংসদের শীতকালীন অধিবেশনে লোকসভা এবং রাজ্যসভায় ওই সংশোধনী বিল পাস হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সম্মতির পর তা কার্যকরও হল। নতুন আইন অনুযায়ী, পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে এবার থেকে ছাত্রছাত্রীদের ‘পাস ফেলে’র পরীক্ষায় বসতে হবে। তবে যারা উত্তীর্ণ হবে না, তাদের জন্য ফের একবার করে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। সেটিতেও পাস না করলে পুরনো ক্লাসেই থাকতে হবে।