কলকাতা: আগামী ১১ জুন বিশ্ববিদ্যাল কলেজে বিশ্ববিদ্যালয়ের মূর্তি বসানো হবে৷ মূর্তির উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিদ্যাসাগরের মূর্তি বসার দিনে বিদ্যাসাগর কলেজের পূর্বনিধারিত পরীক্ষা সূচি বদল ঘটাল কর্তৃপক্ষের৷
বিদ্যাসাগর কলেজে বায়োকেমিস্ট্রি সেমিস্টার ২ প্র্যাক্টিকাল পরীক্ষার দিন বদল ঘিরে শুরু হয়েছে জল্পনা৷ কলেজের তরফে জানানো হয়েছে, আগামী ১১, ১২ জুন পরীক্ষা নেওয়া হবে না৷ ওই দিনের বদলে পরীক্ষা হবে ১৩ ও ১৪ জুন, নির্ধারিত সময়ে৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান, বিদ্যাসাগর কলেজের পক্ষ থেকে দিন বদল করার আবেদন জানানো হয়৷ ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷
তবে গোটা ঘটনার পিছনে রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধীরা৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজেপির কর্মী সংগঠনের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থেই পরীক্ষার দিন বদল করা হয়েছে৷
পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, কলকাতার বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের ভাঙা মূর্তির পরিবর্তে শিক্ষা দপ্তরের টাকায় নতুন মূর্তি বসাবে রাজ্য সরকার৷ আগামী ১১ জুন মুখ্যমন্ত্রীর হাত দিয়ে মূর্তি বসানোর কথা৷ ওই একই দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি সমাবেশ করবেন মুখ্যমন্ত্রী৷ উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী৷ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমন্ত্রিত থাকবেন৷ এছাড়াও উপস্থিত থাকার সম্ভাবনা বাংলার তৃণমূলপন্থী বিদ্বজ্জনেরা৷