BREAKING: মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা ‘ঐচ্ছিক’ ঘোষণা কাউন্সিলের

BREAKING: মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা ‘ঐচ্ছিক’ ঘোষণা কাউন্সিলের

 

নয়াদিল্লি: করোনা আবহে এবার আরও গুরুত্বহীন বোর্ডের পরীক্ষা৷ আইসিএসই-আইএসসির বাকি সমস্ত পরীক্ষাব ‘ঐচ্ছিক’ বলে ঘোষণা করা হয়েছে৷ কেউ চাইলে পরীক্ষায় বসতে পারে, আবার নাও হতে পারে৷ ফলে, এবছর পড়ুয়াদের পরীক্ষায় বসা বাধ্যবাধকতা থাকছে না৷

কাউন্সিলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কেউ পরীক্ষায় বসতে পারে৷ আবার নাও পারে৷ সেটা পড়ুয়াদের ইচ্ছার অনুযায়ী নির্ভর করবে পরীক্ষায়৷ পরীক্ষায় না বসলে প্রি বোর্ডের পরীক্ষার নম্বর দেওয়া হবে৷ স্কুলকে পরীক্ষার্থীদের মতামত জানাতে বলেছে কাউন্সিল৷ আগামী ২২ জুনের মধ্যে কাউন্সিলকে মতামত জানাবে স্কুল কর্তৃপক্ষ৷

জুলাই মাসের শুরুতে আইসিএসই-আইএসসির বাকি সমস্ত পরীক্ষা হওয়ার কথা ছিল৷ ১০ দিনের মধ্যে সমস্ত পরীক্ষা গুটিয়ে নেওয়ার পরিকল্পনা থাকলেও তা এখন করোনা আবহে সমস্ত পরীক্ষা ঐচ্ছিক বলে ঘোষণা করে দেওয়া হয়েছে৷ ফলে এখন থেকে কোনও অভিভাবক চাইলে, তাঁর সন্তানকে পরীক্ষায় বসতে পারেন, অথবা নাও পারেন৷ কাউন্সিলের এই নির্দেশের জেরে আপাতত গুরুত্বহীন হয়ে গেল এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত পরীক্ষা৷

করোনার জেরে ইতিমধ্যেই বেশ কিছু বোর্ডের পরীক্ষা পিছিয়ে গিয়েছে৷ করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী জুলাই মাসে বাকি সমস্ত পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা এবার ‘ঐচ্ছিক’ করে দেওয়া হয়েছে৷ আজ আইসিএসইর তরফে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সমস্ত পরীক্ষা বাকি রয়েছে, সেগুলি এখন থেকে ঐচ্ছিক৷ অর্থাৎ কোনও পরীক্ষার্থী চাইলে পরীক্ষায় বসতে পারে, আবার নাও পারে৷ কোনও পরীক্ষার্থী পরীক্ষায় না বসলেও আগের টেস্ট পরীক্ষার নম্বরের বিভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে৷

কোরোনা আবহে পড়ুয়াদের স্কুলে পাঠাতে আশঙ্কায় ছিলেন অভিভাবকরা৷ এই নিয়ে মামলাও হয়েছে৷ অনেক অভিভাবক চাইছেন না, করোনা আবহের মধ্যে তাঁদের সন্তান পরীক্ষায় বসুক৷ তাতে সংক্রমণ বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা৷ আর সেই আশঙ্কার কথা মাথায় রেখে কাউন্সিলের তরফে জানানো হয়েছে, স্কুলগুলিকে প্রত্যেক অভিভাবক জানাবেন, তাঁদের সন্তান পরীক্ষা দেবে কি না৷ আগামী ২২ জুন দুপুর ১২টার মধ্যে তা জানতে হবে৷ সেই তালিকা অনুযায়ী নম্বর বিন্যাস করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *