ICSE-ISC পরীক্ষার ফল প্রকাশ, বড় সাফল্য বাংলার পড়ুয়াদের

ICSE-ISC পরীক্ষার ফল প্রকাশ, বড় সাফল্য বাংলার পড়ুয়াদের

c5de96aba265511c321bfc6c10b8916d

কলকাতা: করোনা আবহে প্রকাশিত হল আইসিএসই ও আইএসসির ফালাফল৷ আইসিএসই অর্থাৎ দশম শ্রেণিতে পাসের হার ৯৯.০৯ শতাংশ৷ আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণিতে পাসের হার ৯৮.৫৯ শতাংশ৷

আইসিএসই পরীক্ষায় এবার উত্তীর্ণ দু’লক্ষ ৬ হাজার ৫২৫ জন৷ আইসিএসইতে অকৃতকার্য ১ হাজার ৩৭৭ পড়ুয়া৷ রাজ্যের আইসিএসইতে উত্তীর্ণ হয়েছে ৩৬ হাজার ৯২০ জন পড়ুয়া৷ আইএসসিতে মোট উত্তীর্ণ ৮৫ হাজার ৬১১ পড়ুয়া৷ অকৃতকার্য ২ হাজার ৭৯৮ পড়ুয়া৷ রাজ্যের ক্ষেত্রে আইএসসিতে উত্তীর্ণ ২৪ হাজার ৪৫৩ পড়ুয়া৷ আইসিএসই পরীক্ষায় এবার বাংলা থেকে পরীক্ষা বসেছিল ৩৭ হাজার ২৫৮ পডুয়া৷ তারমধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৬ হাজার ৯২০ জন পড়ুয়া৷ রাজ্য থেকে আইএসসিতে পরীক্ষা দিয়েছিলেন ২৫ হাজার ৫৮পড়ুয়া৷ তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৪ হাজার ৪৫৩ জন বাংলার পড়ুয়া৷

করোনা আবহে এবার কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি৷ যেহেতু করোনার জেরে পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে, অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে দেওয়া হয়েছে নম্বর, সেই পরিপ্রেক্ষিতে এইবার মেধা তালিকা প্রকাশ থেকে বিরত থেকেছে বোর্ড৷