ICSE-র দশম, ISC-র দ্বাদশ শ্রেণির পরীক্ষাসূচি ঘোষণা, রয়েছে গুচ্ছ শর্ত

ICSE-র দশম, ISC-র দ্বাদশ শ্রেণির পরীক্ষাসূচি ঘোষণা, রয়েছে গুচ্ছ শর্ত

নয়াদিল্লি: সিবিএসই’র পর এবার আইসিএসই৷ প্রকাশ হল ICSE ও ISC-র স্থগিত থাকা পরীক্ষার সূচি৷ দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে৷

বিজ্ঞপ্তি প্রকাশ করে দশম শ্রেণির বাকি পরীক্ষা হবে ২ জুলাই থেকে ১২ জুলাই মধ্যে পরিক্ষে নেওয়া হবে বলে জানিয়েছে আইসিএসই বোর্ড৷ আইএসসির দ্বাদশ শ্রেণির স্থতিগ থাকা পরীক্ষা হবে পয়লা জুলাই থেকে ১৪ জুলাইয়ের মধ্যে৷

পরীক্ষা সূচি প্রকাশের পাশাপাশি পরীক্ষার্থীদের  জন্য গুচ্ছ নির্দেশ দিয়েছে বোর্ড৷ পড়ুয়াদের দূরত্ব বিধি মানতে হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি গ্লাভস নিয়ে কড়াকড়ি থাকছে না৷ পড়ুয়াদের হ্যান্ড স্যানিটাইজার আনতে বলা হয়েছে৷ সকাল ১০.৪৫ মিনিটে প্রশ্নপত্র দেওয়া হবে পরীক্ষার্থীদের৷ পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 16 =