কঠিন পরিশ্রমের ফল! রসায়নে ২৪ পাওয়া ছাত্র আজ IAS অফিসার! ভাইরাল মার্কশিটের ছবি

কঠিন পরিশ্রমের ফল! রসায়নে ২৪ পাওয়া ছাত্র আজ IAS অফিসার! ভাইরাল মার্কশিটের ছবি

aada6e38192ec23d7edb4617c434a19a

নয়াদিল্লি: বোর্ডের পরীক্ষার একের পর এক ফল প্রকাশ পেতে শুরু করেছে।  পরীক্ষার ফল সবার মনের মতো হয় না। যাদের মনের মতো হয় না,  তাদের মধ্যে অনেকেই অপ্রিয় অনেক কাজ করে বসে।  পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই  দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা খারাপ খবর উঠে আসছে। বোর্ডের পরীক্ষার ফল আমাদের জীবনের কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু আমাদের সম্পূর্ণ জীবন,  বা আমাদের জীবনের সাফল্য নির্ণয় করতে পারে না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আইএএস অফিসার  নীতিন সাংওয়ান  নিজের সিবিএসসি পরীক্ষার মার্কশিটের একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গিয়েছে, তিনি কেমেস্ট্রিতে ২৪ পেয়েছেন। এত বড় আইএএস অফিসার কেমেস্ট্রিতে ২৪ পেয়েছিলেন। ওই ছবির পাশাপাশি তিনি লিখেছেন, ‘আমার দ্বাদশ শ্রেণির রেজাল্ট। সিবিএসসি পরীক্ষায় আমি মাত্র ২৪ পেয়েছিলাম।  খুব খারাপ ফল করেছিলাম। মাত্র এক নম্বরের জন্য পাশ করেছিলাম। কিন্তু এই নম্বর আমার জীবনের সাফল্য বা ব্যর্থতা নিয়ন্ত্রণ করতে পারেনি। অন্ধকারে ডুবে যেও না। জীবনটা মার্কশিটের নম্বরের থেকে অনেক বড়।’

আইআইটি মাদ্রাজের প্রাক্তন ছাত্র নীতিন সাংওয়ান ২০১৫ সালে সিভিল সার্ভস পরীক্ষায় কৃতকার্য হন। দেশের মধ্যে ২৮ ব়্যাঙ্ক করে আইএএস অফিসার হন।  তাই  সিবিএসসিতে ২৪ জীবনের সাফল্যকে ঢেকে দিতে পারেনি বলেই তিনি বোঝাতে চেয়েছেন।  তিনি বলেছেন,  অনেককেই কম নম্বর পাওয়ার জন্য ভেঙে পড়তে দেখি। তিনি জানান, নিজেও এই অবস্থার মধ্য দিয়ে গিয়েছেন।  কিন্তু একটা ফেল বা একটা কম নম্বর তাঁর জীবনে ব্যর্থতা ডেকে আনতে পারেনি। এত কিছুর পরেও সফল হওয়া যায়। তিনি নিজে সফল হয়েছেন। তিনি সকলকে নিজের ওপর আস্থা রাখতে বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *