কলকাতা: ফল প্রকাশ হয়ে গেল এই বছরের উচ্চমাধ্যমিকের। সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্রাক্টিক্যালের নম্বরের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এবার উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯ শতাংশ। প্রথম দশে রয়েছে ৮৬ জন। তবে সর্বোচ্চ নম্বর ৪৯৯ পেয়েছে একজনই।
পাশের হার ৯৭.৬৯ শতাংশ, তাঁদের মধ্যে ছেলেদের পাশের হার ৯৭.৭০ শতাংশ, মেয়েদেরও পাশের হার প্রায় সমান। এছাড়া ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৯০১৩ জন। সর্বোচ্চ নম্বর পেয়েছেন একজনই, সে মুর্শিদাবাদের মেয়ে। তবে তাঁকে ‘প্রথম স্থানাধিকারী’ বলতে রাজি নয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর ৮ লক্ষ ১৯ হাজার ২০২০ জন পরীক্ষার্থী ছিল। তবে জানান হয়েছে, তবে এই নম্বরে সন্তুষ্ট না হলে পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন। এদিকে, ২০২০ সালের একাদশের লিখিত পরীক্ষার উত্তরপত্রের ভিত্তিতে নম্বর। নম্বর রিভিউ করা যাবে। সেক্ষেত্রে ২৬ জুলাই দুপুর ৩টের মধ্যে রিভিউয়ের আবেদন করতে হবে। ২৩ জুলাই বেলা ১১টা থেকে মার্কশিট, সংসদের ৫২টি কেন্দ্র থেকে মার্কশিট দেওয়া হবে।