পরীক্ষা দিয়ে প্রথম হলে আরও তৃপ্তি পেতাম, বলছেন স্রোতাশ্রী-জয়’রা   HS Result 2020

পরীক্ষা দিয়ে প্রথম হলে আরও তৃপ্তি পেতাম, বলছেন স্রোতাশ্রী-জয়’রা   HS Result 2020

কলকাতা: এবছর উচ্চ মাধ্যমিকে এসেছে রেকর্ড সাফল্য৷ ৯০ শতাংশের বেশি পরীক্ষার্থী এবার উচ্চমাধ্যমিকে সফল হয়েছেন৷ মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়েছেন কমপক্ষে ৪ জন পরীক্ষার্থী৷ সরকারি ভাবে মেধা তালিকা প্রকাশ না হলেও বেসরকারিভাবে উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়া পড়ুয়াদের নিয়ে শুরু হয়েছে তুমুল উৎসাহ৷

উচ্চমাধ্যমিকে এবার যুগ্মভাবে প্রথম হয়েছেন শহর কলকাতার স্রোতাশ্রী রায়৷ যুগ্ম প্রথম বাঁকুড়ার গৌরব মণ্ডল, রায়গঞ্জের জয় মণ্ডল, হুগলির ঐক্য বন্দ্যোপাধ্যায়৷ এই ৪ পরীক্ষার্থীর মোট প্রাপ্ত নম্বর ৪৯৯। মোট নম্বর থেকে মাত্র ২ নম্বর কম পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে ৯ পড়ুয়া৷ ৪৯৭ পেয়ে তৃতীয় স্থান করেছে ১৩ জন৷

উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম কলকাতার স্রোতাশ্রী রায় জানিয়েছেন, ‘‘লকডাউনের কারণে তিনটি পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল৷ আমরা খুব চিন্তায় ছিলাম৷ ফলাফল কেমন হবে সেই নিয়ে খুব চিন্তায় ছিলাম৷ যেহেতু আমার টেস্ট পরীক্ষা খুব ভাল হয়নি, তা নিয়ে চিন্তা ছিল৷ কিন্তু, এবার ফলাফল বেশ ভালো হয়েছে৷ তবে পরীক্ষা দিয়ে প্রথম হতে পারলে আরও তৃপ্তি পেতাম৷ পরীক্ষা দিয়ে নম্বর পাওয়ার গুরুত্ব ও নিজের কাছে আত্মতুষ্টিও থাকত৷’’ স্রোতশ্রী’র দাবি, আগে মোবাইলে ১২ ঘণ্টার বেশি কেটে যেত৷ তাতে টেস্ট পরীক্ষার ফল খারাপ হয়েছিল৷ সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন স্রোতশ্রী৷ সিদ্ধান্ত নেন, মোবাইলকে জীবন থেকে আলাদা করতে হবে৷ পরীক্ষার আগে নেটপাড়াকে বিদায় জানিয়ে আজ উচ্চমাধ্যমিকে প্রথম৷

একই মত প্রকাশ করেছে রায়গঞ্জের জয় মণ্ডল৷ তাঁর মন্তব্য, ‘‘ভালো লাগছে, তবে পরীক্ষা হলে আলও সঠিক নম্বর পেতাম৷ কিন্তু যা হয়েছে ঠিক আছে৷ এখন সময়টা খুব খারাপ৷ আমি মানুষের সেবা করতে চাই৷ ডাক্তারের লাইনে পড়তে চাই৷’’ বাঁকুড়ার বড়জোড়া হাইস্কুলের গৌরব মণ্ডলের দাবি, ‘‘এই নম্বর পেয়ে আমার খুব ভালোই লাগছে৷ স্কুল টিচার ও বাবা-মা আমার সাফল্যের পেছনে বড় কাজ সহযোগিতা করেছেন৷ আগামী দিনে আমি ডাক্তার হতে চাই৷’’

সংসার সভাপতি মহুয়া দাস জানান, করোনা আবহে ১৪টি বিষয়ে পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ তারপর ছিল দীর্ঘ প্রক্রিয়া৷ উত্তরপত্র মূল্যায়ন ও তার সংগ্রহ করা ছিল বড় চ্যালেঞ্জ৷ সেই সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে আজ ফল প্রকাশ করা হচ্ছে৷ এই কাজে রেল ও পুলিশকে শুভেচ্ছা জানান৷ সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় এবার উচ্চমাধ্যমিকে ছাত্রীদের সাফল্যের হার বেশি বলেও জানানো হয়েছে৷ করোনা পরিস্থিতি বিবেচনা করে উত্তরপত্র রিভিউ করার ফি বেশ খানিকটা কমানো হয়েছে৷ এখন উত্তরপত্র রিভিউ করতে পড়ুয়াদের ৭৫ টাকা গুনতে হবে স্কুটিনি করতে গেলে দিতে হবে ৫০ টাকা৷

আজ সভাপতি জানান, উচ্চমাধ্যমিকে পাশের হার ৯০.১৩ শতাংশ৷ সর্বোচ্চ নম্বর উঠেছে ৫০০-র মধ্যে ৪৯৯৷ ছাত্রদের পাশের হার ৯০.৪৪ শতাংশ৷ ছাত্রীদের পাশের হার ৯০ শতাংশের বেশি৷ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে ছিলেন ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩ জন৷ পাশ করেছেন ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ জন পরীক্ষার্থী৷ ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৩০ হাজারের বেশি পড়ুয়া৷ ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছেন ৮৪ হাজার ৭৪৬ জন৷ এই প্রথম ফার্স্ট ডিভিশনের নম্বর বা ৬০ শতাংশের বেশি পেয়েছেন ৫০ শতাংশ পড়ুয়া৷ ৯০ শতাংশের বেশি পাসের হার মাধ্যমিক তো দূরের কথা, উচ্চমাধ্যমিকে নজিরবিহীন৷ কেন্দ্রীয় বোর্ডেও তা দুর্লভ৷ সরকারি ভাবে মেধাতালিকা প্রকাশ না হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বর হিসাব বলছে, করোনা আবহে নম্বর বিন্যাসে কতটা উদারতা দেখিয়েছে সংসদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 15 =