কলকাতা: আগামী ২৪ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। তার আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া কমিটি গঠিত হয়ে গেল। বৃহস্পতিবার শিক্ষা দফতর এই ইস্যুতে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক থেকে শুরু করে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষিকা এই কমিটিতে আছেন। এছাড়াও তৃণমূলের শিক্ষক নেতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অজিত নায়েকও স্থান পেয়েছেন এই কমিটিতে। সব মিলিয়ে এই কমিটি হল মোট ১০ জনের।
আজ প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল৷ এই ফল প্রকাশের পাঁচ দিন পরেই প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের ফল। আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইট করে জানান, ২৪ মে বেলা ১২টায় সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে৷ ওই দিনই সাড়ে ১২টা থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। বিভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে ফলাফল জানা যাবে। তবে আগামী ৩১ মে সংসদের তরফে স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তার আগে কমিটি গঠন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ! ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যাবেন অভিষেক” width=”560″>