আগামী বছর কবে উচ্চ মাধ্যমিক? দিনক্ষণ-সিলেবাস ঘোষণা সংসদের

আগামী বছর কবে উচ্চ মাধ্যমিক? দিনক্ষণ-সিলেবাস ঘোষণা সংসদের

কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই প্রথা মাফিক ঘোষণা করা হল আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের উচ্চমাধ্যমিকের দিনক্ষণ৷ শুক্রবার সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়, ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে৷ 

আরও পড়ুন- পাশের হারে এগিয়ে ৭ জেলা, রেকর্ড গড়ে প্রথম দশে ২৭২ জন

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এদিন সাংবাদিক বৈঠকে জানান, পুরো পাঠক্রম অনুসরণ করেই আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। এ বছর করোনা পরিস্থিতির জন্য  ‘হোম সেন্টার’-এ পরীক্ষা হয়েছে৷ তবে আগামী বছর পুরনো নিয়ম মেনেই অন্য স্কুলে আসন পড়বে পরীক্ষার্থীদের৷ 

চলতি বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৭ এপ্রিল। সংসদের তথ্য অনুযায়ী, ৪৪ দিনের মধ্যেই প্রকাশিত হবে ফলাফল।