১৫ জুন থেকে শুরু উচ্চমাধ্যমিক! প্রকাশিত পূর্ণাঙ্গ রুটিন

করোনাভাইরাস পরিস্থিতির জন্য নির্ধারিত সময়ের চেয়ে অনেকটাই পিছিয়ে গিয়েছে পরীক্ষা।

কলকাতা: দীর্ঘ জল্পনা এবং সংসারের অবসান ঘটল আজ। কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আনুষ্ঠানিকভাবে রুটিন প্রকাশ করা হল। এদিন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। করোনাভাইরাস পরিস্থিতির জন্য নির্ধারিত সময়ের চেয়ে অনেকটাই পিছিয়ে গিয়েছে পরীক্ষা। আগামী বছর পরীক্ষা শুরু হবে ১৫ জুন থেকে, চলবে ৩০ জুন পর্যন্ত।

করোনাভাইরাস পরিস্থিতির জন্য বিগত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন আগামী বছর মার্চ মাসের মধ্যে সিবিএসই বোর্ডের পরীক্ষা হবে না। তারপরেই জল্পনা তৈরি হয়েছিল এ রাজ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যেতে চলেছে। সেই প্রেক্ষিতে গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন জুন মাসে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করে দিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানানো হয়েছে, জুন মাসে পরীক্ষা হলেও পড়ুয়াদের প্র্যাক্টিকাল পরীক্ষা ১০ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে নিতে হবে স্কুলগুলিকে। এর জন্য নির্ধারিত করোনাভাইরাস বিধি এবং নিয়ম মানতে হবে। আরও জানানো হয়েছে, আগামী ২০ এপ্রিলের মধ্যে প্রাক্টিকাল পরীক্ষায় পড়ুয়াদের প্রাপ্ত নম্বর সংসদে জমা দিতে হবে। উল্লেখ্য, আগামী বছর জুন মাসে হবে পরীক্ষা৷ বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এই ঘোষণার পর মাধ্যমিকের রুটিন প্রকাশ্যে এসেছে৷ মাধ্যমিক পরীক্ষা হবে জুনের প্রথম সপ্তাহে৷  

class 12

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল সাফ জানিয়েছিলেন,  আগামী বছরের শুরুতে কিছুতেই বোর্ডের পরীক্ষা হওয়া সম্ভব নয়৷ কারণ পরিস্থিতি একেবারেই অনুকূল নয়। শিক্ষামন্ত্রী জানান, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে সিবিএসই-র কোন বোর্ডের পরীক্ষা হবে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এই ঘোষণায় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক নিয়েও ধোঁয়াশা তৈরি হয়৷ এবার সেই ধোঁয়াশা কাটিয়ে বড় ঘোষণা। আগামী বছর করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে, তা এতদিন জানতে পারেনি মাধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ প্রতিবছর ফল প্রকাশের সময় পরবর্তী বছরের পরীক্ষা সূচি ঘোষণা করার চল ছিল পর্ষদ ও সংসদে৷ কিন্তু, এই নিয়ে দু’বার তার হয়নি৷ ফলে, ধোঁয়াশা প্রথম থেকেই ছিল৷ করোনা পরবর্তী পরিস্থিতি পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তোলে৷  সাধারণ সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে এতদিন মাধ্যমিক পরীক্ষা হয়ে এসেছে৷ কিন্তু, এবার পরিস্থিতি আলাদা৷ ফলে, বর্তমান অবস্থা খতিয়ে দেখে ফেব্রুয়ারির বদলে পরীক্ষা জুন মাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + eighteen =