নয়াদিল্লি: করোনা আবহে বন্ধ স্কুল-কলেজ৷ থমকে গিয়েছে পঠন-পাঠন৷ আর তার জেরে শিকেয় উঠেছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থা৷ করোনা আবহে কবে সেই সমস্ত পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে৷ পড়ুয়াদের ভবিষ্যতের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবার ইউজিসিকে নতুন নির্দেশ পাঠালেন কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক৷
বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে কীভাবে নেওয়া হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা? আদৌ কি কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়া সম্ভব? গোটা পরিস্থিতি পর্যবেক্ষণের পর এবার ইউজিসিকে নতুন করে ভাবনা-চিন্তার নির্দেশ দিল মানবউন্নয়ন সম্পদ মন্ত্রক৷ পরীক্ষা ও নতুন শিক্ষাবর্ষ চালু করার বিষয়েও ভাবনা চিন্তা করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ ইউজিসি সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ চালু করার কথা আগেই জানিয়েছিল৷ কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা ব্যবস্থা ও নতুন শিক্ষাবর্ষ আদৌও করা যায় কি না, তা বিচার-বিবেচনা করে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে৷
মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের স্বাস্থ্য কথা মাথায় রেখে ভবিষ্যৎ সুনিশ্চিত কীভাবে করা যায়, তা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে ইউজিসিকে৷ কোন পথে পরীক্ষা নেওয়া যাবে, কীভাবে পরীক্ষা নেওয়া যাবে, সিদ্ধান্ত ছাড়া হয়েছে ইউজিসির উপর৷ নতুন শিক্ষাবর্ষ চালু করার তাড়াহুড়ো যাতে না করা হয়, পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করারও ইঙ্গিত দিয়ে রেখেছেন মন্ত্রী৷ টুইটারে কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানিয়েছেন, ‘‘আমি ইউজিসিকে পরামর্শ দিয়েছি, টার্মিনাল সিমেস্টার পরীক্ষা ও অ্যাকাডেমিক ক্যালেন্ডারের জন্য আগে জারি করা নির্দেশিকা পুনর্বিবেচনা করতে৷ পুনর্বিবেচিত নির্দেশিকাগুলির ভিত্তি পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিত করা৷’’
অন্যদিকে, বাংলায় কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষা নিয়ে গতকাল মতামত জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ আগানী ৩১ জুলাই পর্যন্ত কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী৷ তবে, কবে পরীক্ষা হবে, তা কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ফাইনাল সিমেস্টারের পরীক্ষা কীভাবে নেওয়া যায়, তা নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে৷ এবিষয়ে কিছুদিন আগেই উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সেখানে পরীক্ষা কীভাবে হবে, তা নিয়ে খসড়া প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল৷ সেই বিষয়ে আজ শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, আগামী ২৬ জুন সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ সেক্ষেত্রে সম্ভাবনা দেখা দিয়েছে, বাড়ি থেকে পরীক্ষা কীভাবে নেওয়া যায়৷ ক্যাম্পাস এড়িয়ে বাড়ি থেকে কীভাবে পরীক্ষা নেওয়া যায়, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ কীভাবে পরীক্ষা নেওয়া হবে, কোন পদ্ধতিতে তা হবে, গোটা বিষয়টি ২৬ জুন চূড়ান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷