নয়াদিল্লি: করোনা আবহের জেরে পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে৷ দেশে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে৷ জীবনযাত্রার পাশাপাশি করোনা আবহে শিক্ষায় এসেছে পরিবর্তন৷ অনেক বিধি লাঘু করা হচ্ছে৷ করোনায় বদলে যাওয়া পরিস্থিতির মধ্যে আইআইটিতে ভর্তি প্রক্রিয়ায় বড় ছাড় ঘোষণা করেন কেন্দ্রীয় মানব উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল৷
টুইটারে কেন্দ্রীয় মানব উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, চলতি বছরে আইআইটিতে ভর্তির জন্য উচ্চমাধ্যমিকের মার্কশিট দেখা হবে না৷ করোনার জেরে বেশিরভাগ বোর্ড বাতিল করে দিয়েছে তাদের বেশ কিছু পরীক্ষা৷ ফলে, এ বছর জয়েন্ট এন্ট্রান্স এক্সাম অ্যাডভান্সড ২০২০ পাশ করা পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে যোগ্যতায় নির্ণয় কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট অ্যাডমিশন বোর্ড৷ জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষায় সফল হলেই চলতি বছরের জন্য পডুয়ারা আইআইটিতে ভর্তির আবেদন করতে পারবে৷
আইআইটিতে ভর্তির জন্য প্রার্থীদের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা দিতে হয়। এবং তার সঙ্গে উচ্চ মাধ্যমিকে ৭৫ শতাংশ নম্বর এবং শীর্ষ ২০ পার্সেন্টাইলে নাম থাকতে হয়। শুক্রবার মন্ত্রী ঘোষণা করেন, জেইই অ্যাডভান্সড পরীক্ষায় পাশ করলেই এবার আইআইটিতে ভর্তি নেওয়া হবে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের নম্বর দেখা হবে না। জেইই অ্যাডভান্সড-এর র্যাঙ্কের ভিত্তিতে আইআইটিতে সুযোগ মিলবে। এদিকে দেশে করোনার জেরে অনলাইনে পড়াশোনার উপর জোর দেওয়া হলেও এখনও দেশের ৪০ শতাংশ ছাত্রছাত্রীদের কাছে অনলাইন শিক্ষা পৌঁছনো যায়নি। তাদের কাছে পৌঁছনোই এখন সরকারের কাছে চ্যালেঞ্জ। পোখরিয়াল বলেন, ‘অনেকেরই স্মার্টফোন নেই। থাকলেও কোথাও কোথাও নেটের সমস্যা থাকে। তাই টেলিভিশনের মাধ্যমে শিক্ষা দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে।’