বুধে মাধ্যমিকের ফল প্রকাশ, কীভাবে মিলবে মার্কশিট, শংসাপত্র? সতর্কতা পর্ষদের

বুধে মাধ্যমিকের ফল প্রকাশ, কীভাবে মিলবে মার্কশিট, শংসাপত্র? সতর্কতা পর্ষদের

কলকাতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর আচমকা ঘোষণার পর শুরু হয়েছে সরকারি স্তরে আনুষ্ঠানিক প্রস্তুতি৷ আগামীকাল ১০টা থেকে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে৷ এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি৷ কিন্তু ফল প্রকাশের ক্ষেত্রেও রয়েছে বেশকিছু বিধি-নিষেধ৷ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট কীভাবে হাতে পাবে পড়ুয়ারা? জানিয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷

আগামীকাল বুধবার সকাল ১০টায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে৷ করোনা আবহে এবার কীভাবে হবে ফল প্রকাশ? মার্কশিট ও শংসাপত্র কিভাবে পড়ুয়াদের হাতে পৌঁছে দেওয়া হবে? সেই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ৷ এই বিষয়ে সংবাদ মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন সভাপতি৷ জানিয়েছেন, ‘‘সকাল ১০টায় আমরা ফল প্রকাশ করব৷ সাড়ে দশটা থেকে অনলাইনে ফল জানা যাবে৷ আমাদের এসএমএসের মাধ্যমে জানা যাবে ফল৷ প্রত্যেক বিষয় ও মোট নম্বর জানতে পারবে পড়ুয়ারা৷’’

কীভাবে মার্কশিট সংগ্রহ হবে? কীভাবে শংসাপত্র হাতে পাবে পড়ুয়ারা? এই বিষয়ে বেশ সতর্ক পষদ৷ সভাপতি জানিয়েছেন, ‘‘আমাদের মার্কশিট, শংসাপত্র ক্যাম্প অফিসের মাধ্যমে প্রত্যেক জেলায় পাঠানো হয়৷ কোনও জেলায় দুটি, কোনও জেলায় তিনটে ক্যাম্প অফিস থাকে৷ যেখান থেকে স্কুলের প্রধান শিক্ষকরা নিয়ে যান৷ এবারে আমাদের প্রত্যেকটা স্কুলকে জীবাণুমুক্ত করা দরকার৷ যে ডকুমেন্টস যাবে, সেগুলিকে জীবাণুমুক্ত করে পাঠাবো৷ যে গাড়িতে পাঠানো হবে, সেটাকে জীবাণুমুক্ত করা হবে৷ যেখানে যাবে সেখানে পুরোপুরি জীবাণুমুক্ত করা হবে৷ সমস্ত জায়গাটা জীবাণুমুক্ত করা হবে৷ যারা আসবে, তাদের প্রত্যেককে জীবাণুমুক্ত করা দরকার৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাতে জীবাণুমুক্ত করা যায় ও সামাজিক দূরত্ব বজায় রাখা যায়, সেই নিয়ে আমাদেরকে বিশেষ প্রস্তুতি দেখতে হচ্ছে৷’’

এরপর পর্ষদ সভাপতি বলেন, ‘‘আমরা আগামীকাল রেজাল্ট বার করব৷ তার সঙ্গে সঙ্গে মার্কশিট ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিতে পারবো না৷ আমি বলেছি, সমস্ত অভিভাবকেরা এসে নিয়ে যাবেন৷ মিড ডে মিলে যেমন খাবার অভিভাবকরা এসে নিয়ে যাচ্ছেন, তেমন ছাত্র-ছাত্রীরা না এসে অভিভাবকরা এসে পরিচয়পত্র দেখিয়ে তাদের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করবে৷ অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখিয়ে তারা মার্কশিট নিয়ে যাবেন৷ সেখানেও যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে, তা নিশ্চিত করতে হবে৷ আমি এটাও বলেছি, যাতে সময় নির্দিষ্ট করে দেওয়া হয়, একসঙ্গে যেন সবাই মিলে এসে লাইনে না দাঁড়ায়৷ একই সময়ে ১০ জন ১২ জনের বেশি যেন না দেখি৷ রোল নম্বর অনুযায়ী সময় ভাগ করে ডাকতে হবে অভিভাবকদের৷’’  

মেয়ে তালিকার বিষয় পর্ষদ সভাপতির মন্তব্য, ‘‘মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন, মেধাতালিকা প্রকাশ হবে৷ কেননা এবার তো আমাদের সমস্ত পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল৷ সুতরাং আমাদের মেধা তালিকা প্রকাশ হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 15 =