ফারাক্কা: কেমন করে কাটাতে হবে চুল? নাপিত ডেকে রীতিমতো বৈঠক করল পুলিশ৷ স্কুল রুমেই চলল বৈঠক৷ নিউ ফারাক্কা হাই স্কুলের এই অভিনব উদ্যোগকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল দুনিয়ায়৷
স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বাহারি আদব কায়দার সঙ্গে তাল মিলিয়ে পড়ুয়ারাও তাদের চুলের স্টাইল পরিবর্তন করছেন৷ তাতে স্কুলের পরিবেশ কিছুটা হলেও নষ্ট হচ্ছে। পড়ুয়ারা যাতে চুলের স্টাইলের পিছনে বেশি মন না দিয়ে পড়াশোনার উপর বেশি গুরুত্ব বাড়াতে পারে, সেই উদ্যোগেই এই বৈঠক বলে জানা গিয়েছে৷
স্থানীয় সূত্রে খবর, এদিন নিউ ফারাক্কা হাই স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশের তরফে এলাকার সমস্ত নাপিতদের ডেকে বৈঠক করা হয়৷ সেই বৈঠকে পুলিশ কর্তারা নাপিতদের সাফ জানিয়ে দেন, কোনও পড়ুয়া যদি স্টাইলিশ চুল কাটাতে আসে তারা যেন তা থেকে বিরত থাকেন৷ মানানসই চুলের কাটিং করার বিষয়েও এদিন পুলিশ নাপিতের নির্দেশ দিয়েছে বলে খবর৷ কোন কোন স্টাইলে চুল কাটা যাবে না, তা ছবি-সহ তালিকা প্রকাশ করা হয়৷ জানিয়ে দেওয়া হয়, তাঁরা যেন কোনও পড়ুয়াকে এহেন স্টাইলের চুল না কাটান৷
কিন্তু প্রশ্ন উঠছে, এইভাবে পড়ুয়াদের নিজস্ব চিন্তা-ভাবনা বা স্বাধীনতার উপর কেন হস্তক্ষেপ করছে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশান? কেন পড়ুয়াদের ডেকে বুঝিয়ে তাদের রুচি নিয়ে বৈঠক করা হল না? কেন এভাবে নাপিত ডেকে চাপানো হল নিষেধাজ্ঞা? যদি রুচি সম্মত চুল কাটানো নিয়ে বিতর্ক থাকে তাহলে কেন অভিভাবক বা পড়ুয়াদের ডেকে তা বোঝানো হচ্ছে না? কেন পড়ুয়াদের নিয়ে এমন কোনও বৈঠক ডাকা হল না৷