কলকাতা: আগামী ২১ মে মাধ্যমিকের ফল প্রকাশ হবে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু কোন ওয়েবসাইট বা এসএমএস নম্বরে ফল জানা যাবে, তা তখন জানায়নি মধ্যশিক্ষা পর্ষদ।
বৃহস্পতিবার তারা ওয়েবসাইটের তালিকা এবং এসএমএস নম্বর প্রকাশ করল। ওয়েবসাইটগুলি হল, www.wbbse.org, www.exametc.com, www.indiaresults.com, www.results.sikha ইত্যাদি। এসএমএসের মাধ্যমে ফল জানার জন্য আগে থেকে www.exametc.com ওয়েবসাইটে পরীক্ষার্থীদের রোল নম্বর ও মোবাইল নম্বর নথিভুক্ত করে রাখতে হবে। ফল প্রকাশের পর এসএমএসে নম্বর চলে আসবে।