কলকাতা: সদ্য শেষ হয়েছে কলকাতা বই মেলা৷ মেলা উপলক্ষ্যে দেশ বিদেশের বহু বই ক্রেতা-বিক্রেতার সমাগম হয় শহরে৷ লক্ষ কোটি টকার বই কেনাবেচা হয় এই মেলা প্রাঙ্গনে৷ তবে এবারের মেলায় প্রায় সকল বিক্রেতার মুখে ঘুরছে শিক্ষক ক্রেতার নাম৷ এবারের মেলায় সব থেকে বেশি মূল্যের বই কিনে রীতিমতন নজির কেড়েছেন নদীয়া জেলার চাকদহে গৃহশিক্ষক দেবব্রত চট্টোপাধ্যায়৷
এবছরের মেলা থেকে চাকদহের ওই গৃহশিক্ষক ২ লক্ষ ৬১ হাজার টাকা মূল্যের বই কিনেছেন৷ কোনও একটি বিষয়ের উপর নয়, সাহিত্য, দর্শন থেকে শুরু করে দেশ-বিদেশের ইতিহাস, ভ্রমণ কাহিনী, অর্থনীতি, বিজ্ঞান, চলচিত্র, বিনোদন কোনও কিছুই বাদ রাখেননি তিনি৷ বই মেলায় একজন ক্রেতা যে বিরাট অঙ্কের বই কিনতে পারেন, তা দেখে মেলার উদ্যোক্তারাও অবাক৷ অবশ্য এই বিরাট অঙ্কের টাকার বই কেনার পরওম ৫০ হাজার টাকার বই কিনেছেন বই কেনার কুপনের বিনিময়ে৷ দেবব্রতবাবুর বই ক্রয়ের এই ঝোঁক কোনোভাবেই খাটো করা যায় না, মনে করছেন বিক্রেতারা৷
গৃহশিক্ষক দেবব্রতবাবু জানিয়েছেন, বিগত বছরের মেলায় তিনি ২ লক্ষ ৬০ হাজার টাকার বই ক্রয় করেছিলেন৷ এতো বই! স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠবে, তিনি এতো বই নিয়ে করেন কী? আর রাখেনই বা কোথায়? জবাবে পুস্তকপ্রেমী দেবব্রতবাবু নিজেই জানালেন, বাড়ির কোথাও আর বই রাখতে বাকি নেই৷ বসার ঘর, শোয়ার ঘর সর্বত্রই তার বইময়৷ বাবা–মা, স্ত্রী–পুত্র তাঁদের এই প্রিয় মানুষের বই পড়া ও ক্রয় করার বিচিত্র নেশার বিরোধীতা করার কোনও তাগিদ অনুভব করেননি৷ পরিবার পরিজন বলেই শুধু নন, পাড়া প্রতিবেশি ছাত্র-ছাত্রী সকলেই দেবব্রত বাবুর লাইব্রেরিরূপী বাসভবনে বইয়ের খোঁজে অবাধা যাতায়াত করেন৷ উপকৃতও হন৷ প্রতি মুহূর্তে নিজেকে সময়ের সঙ্গে নিজেকে আধুনিক করে রাখার পক্ষপাতী দেবব্রতবাবু তাই অন্যসব পুস্তকপ্রেমীদের মতো সারা বছর মেলার অপেক্ষায় দিন গোনেন৷