বিবাহের আগে যৌন সম্পর্কে ছড়াতে পারে HIV! স্কুলপাঠ্যে নয়া বিধি

কেরলা: বিবাহের আগে যৌন সম্পর্ক করলে HIV আক্রান্ত হন মানুষ! কেরলের সরকারি স্কুলগুলে ঠিক এমনটাই পড়ানো হচ্ছে৷ দশম শ্রেণির জীবনবিজ্ঞান বইতে লেখা হয়েছে, বিবাহের আগে যৌন সম্পর্ক করলে প্রাণঘাতী এইচআইভি ভাইরাস ছড়াতে পারে মানুষের মধ্যে৷ জীববিজ্ঞানের পাঠ্যপুস্তকের চতুর্থ অধ্যায় ‘রোগকে দূরে রাখুন’ অংশে উল্লেখ করা হয়েছে, বিয়ের আগে যদি কোনও মানুষ যৌন সম্পর্ক করেন তাহলে

বিবাহের আগে যৌন সম্পর্কে ছড়াতে পারে HIV! স্কুলপাঠ্যে নয়া বিধি

কেরলা: বিবাহের আগে যৌন সম্পর্ক করলে HIV আক্রান্ত হন মানুষ! কেরলের সরকারি স্কুলগুলে ঠিক এমনটাই পড়ানো হচ্ছে৷ দশম শ্রেণির জীবনবিজ্ঞান বইতে লেখা হয়েছে, বিবাহের আগে যৌন সম্পর্ক করলে প্রাণঘাতী এইচআইভি ভাইরাস ছড়াতে পারে মানুষের মধ্যে৷

জীববিজ্ঞানের পাঠ্যপুস্তকের চতুর্থ অধ্যায় ‘রোগকে দূরে রাখুন’ অংশে উল্লেখ করা হয়েছে, বিয়ের আগে যদি কোনও মানুষ যৌন সম্পর্ক করেন তাহলে এইচআইভি সংক্রমণ হতে পারে তাঁর দেহে। এই অধ্যায়টিতে অন্য একটি প্রশ্ন রয়েছে, এইচআইভি কি পদ্ধতিতে ছড়িয়ে পড়ে? উত্তরে বলা হয়েছে যে, AIDS রোগীদের দ্বারা ব্যবহৃত সূঁচ বা সিরিঞ্জ ব্যবহার করলে, শরীর থেকে বেরিয়ে আসা তরল পদার্থের মাধ্যমে ও এইচআইভি সংক্রামিত মায়ের থেকে গর্ভস্থ শিশুর দেহে এই ভাইরাস ছড়িয়ে পড়ে৷ অদ্ভুত ব্যাপার এই যে, রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ অনুমোদিত এই পাঠ্যপুস্তক রাজ্যের স্কুলগুলিতে ২০১৬ সাল থেকে ব্যবহার করা হচ্ছে৷ কিন্তু কোনও শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই দিকে মনোযোগ দেননি৷ সোশ্যাল মিডিয়ায় এই বইয়ের বিতর্কিত অংশের ছবি পোস্ট করেন কিছু মানুষ। তারপরেই প্রকাশ্যে আসে বিষয়টি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =