নয়াদিল্লি: দেশের সমস্ত স্কুলের অষ্টম শ্রেণি পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক করার খবর প্রকাশ্যে আসতেই মাঠে নামলেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েক৷ সংবাদমাধ্যমে এই সংক্রান্ত ভুয়ো খবর দেখানো হচ্ছে বলে টুইট করে জানালেন কেন্দ্রীয় মানবউন্নয়ন মন্ত্রী৷ বিতর্ক ঢাকতে টুইটে জাভড়েকর লেখেন, ‘‘নতুন শিক্ষা নীতি কমিটির খসড়া প্রস্তাবে কোনও ভাষাকে বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়নি। এই মিডিয়ার ছড়ানোর খবর৷ বিভ্রান্তিকর রিপোর্টের জবাবে প্রয়োজনীয় নেই৷’’
সম্প্রতি, স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক করার একটি খবর প্রকাশ্যে আসে৷ জাতীয় সংবাদমাধ্যমে ফলাও করে এই সংক্রান্ত খবর প্রকাশ করা হয়৷ বলা হয়, শিক্ষা নীতির (এডুকেশন পলিসি) খসড়া রিপোর্টে হিন্দি বাধ্যতামূলক করার বিষয়ে মানবসম্পদ মন্ত্রকে জমা দেওয়া হয়েছে৷ খবর প্রকাশ হতেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে বিতর্ক৷ হিন্দি নিয়ে বিতর্ক ঢাকতে ময়দানে নামলেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর সাফ জানিয়ে দেন, শিক্ষা নীতির (এডুকেশন পলিসি) খসড়া রিপোর্টে কোনও ভাষাকে গুরুত্ব দেওয়ার কোনও প্রস্তাব দেওয়া হয়নি৷ পুরোটাই গুজব বলেও উড়িয়ে দেন জাভড়েকর৷
বিজ্ঞান ও গণিতের সিলেবাস প্রসঙ্গে জানিয়েছে, দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন রাজ্যে বিজ্ঞান ও গণিতের সিলেবাস আলাদা রাখার কোনও যুক্তি নেই। বিজ্ঞান ও গণিত হয়তো বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষায় পড়ানো হয় ঠিকই। কিন্তু সব রাজ্যে ওই দুই বিষয়ের সিলেবাস এক হওয়া দরকার। নয়া শিক্ষা নীতির প্রস্তাবিত খসড়া রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে যে, পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন স্থানীয় ভাষায় সিলেবাস ঢেলে সাজানো হচ্ছে। খসড়া রিপোর্টে আরও বলা হয়েছে, যেহেতু বিভিন্ন উপজাতি ভাষার ক্ষেত্রে কোনও স্ক্রিপ্ট নেই, সেখানে দেবনাগরি স্ক্রিপ্ট ব্যবহার করা যেতে পারে।
The Committee on New Education Policy in its draft report has not recommended making any language compulsory. This clarification is necessitated in the wake of mischievous and misleading report in a section of the media.@narendramodi @PMOIndia
— Prakash Javadekar (@PrakashJavdekar) January 10, 2019