সাবধান! ঝড়ের গতিতে ছড়াচ্ছে উচ্চ মাধ্যমিকের ভুয়ো পরীক্ষা সূচি

সাবধান! ঝড়ের গতিতে ছড়াচ্ছে উচ্চ মাধ্যমিকের ভুয়ো পরীক্ষা সূচি

060e1345c1ebbfef3056dff42315f128

কলকাতা: একদিকে চোখ রাঙাচ্ছে করোনা, অন্যদিকে সোশ্যাল মিডিয়াজুড়ে লাফিয়ে বাড়ছে গুজব৷ গুজবের জেরে সোশ্যাল মিডিয়ায় চোখ মেলা এখন দায়৷ গুজব রুখতে রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ একাধিক কড়া বার্তা দেওয়া হলেও কুছ পরোয়া নেই গুজব ছড়ানো ব্যক্তিদের৷ করোনা মহামারীর আতঙ্কের মধ্যেই এবার উচ্চমাধ্যমিকের পরীক্ষা সূচি ঘিরে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ উঠছে৷ হোয়াটসঅ্যাপে, ফেসবুকে ঘুরছে নানান ধরনের বিজ্ঞপ্তি৷

করোনার জেরে আগেই স্থগিত গিয়েছে আইসিএসই ও উচ্চ মাধ্যমিক৷ কবে স্থতিগ হওয়া পরীক্ষা ফের নেওয়া হবে, তা এখনও জানাতে পারেন বোর্ড৷ কিন্তু, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভুয়ো পরীক্ষাসূচি৷ আর তার জেরে চরম বিভ্রান্তিতে পড়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা৷

ad718f6a6a5bb0e4dfedc9976c433967
ভুয়ো বিজ্ঞপ্তি

করোনা পরিস্থিতি দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৩, ২৫ ও ২৭ মার্চের উচ্চ মাধ্যমিকের পরীক্ষাসূচি ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন৷ এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি৷ ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত  একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা৷ সিবিএসই’র দশম, দ্বাদশ শ্রেণির পরীক্ষা, আইসিএসই ও আইএসসি পরীক্ষাও স্থগিত করার নির্দেশিকা জারি হয়েছে৷ কবে সেই পরীক্ষা হবে তা সরকারি ভাবে জানানো না হলেও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভুয়ো পরীক্ষাসূচি৷  ফলে, বিভ্রান্তি এড়াতে সঠিক ও বিশ্বাসযোগ্য খবর জানতে নজর রাখুন আজ বিকেল ডট কমে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *