মাধ্যমিক পিছোলে উচ্চমাধ্যমিকও পিছোবে! জানিয়ে দিল শিক্ষা সংসদ

মাধ্যমিক পিছোলে উচ্চমাধ্যমিকও পিছোবে! জানিয়ে দিল শিক্ষা সংসদ

ab7a428407b900eca4b56be47028a14b

 

কলকাতা: পরীক্ষার্থীদের জীবনের থেকে মূল্যবান আর কিছু হতে পারে। মাধ্যমিক যখন পিছিয়েছে তখন উচ্চমাধ্যমিকও পিছোবে। এমনটাই জানা দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ। পাশাপাশি এটাও ঘোষণা করা হয়েছে, পরীক্ষা হলে তা নিজে স্কুলেই হবে। এই প্রেক্ষিতে সরকারি সিদ্ধান্তের জন্য এখন অপেক্ষা করা হচ্ছে বলে জানানো হয়েছে তাদের তরফে।

আগামী ১৫ জুন থেকে শুরু হওয়ার কথা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, জীবনের থেকে মূল্যবান কিছু নয়। মাধ্যমিক পরীক্ষা যদি পিছিয়ে যায় তাহলে অবশ্য ভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাবে। কারণ এই পরিস্থিতিতে পরীক্ষা হওয়া কখনোই সম্ভব নয়। এই বিষয়ে এখন আপাতত অপেক্ষা করা হচ্ছে সরকারি সিদ্ধান্তের জন্য। অন্যদিকে জানানো হয়েছে, একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের সরাসরি দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়া হবে।

করোনা পরিস্থিতির কারণে আগেই পিছিয়ে গিয়েছিল মাধ্যমিক পরীক্ষা৷ মহামারী পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ১ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল এবারের মাধ্যমিক পরীক্ষা৷ কিন্তু, করোনার দ্বিতীয় মহা-প্রলয়ের জেরে আগামী ১ জুন থেকে হচ্ছে না এবার মাধ্যমিক পরীক্ষা৷ আগামী ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়, এমনটাই মনে করছে মাধ্যশিক্ষা পর্ষদ৷ তবে, কমে মাধ্যমিক, কীভাবে মার্কিশট দেওয়া হবে, পরীক্ষা স্থগিত হবে না কি পুরোপুরি বাতিল হবে, পর্ষদের সঙ্গে আলোচনা করে আগামী দু’একদিনের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য সরকার৷ পরীক্ষা পিছোচ্ছে না বাতিল হবে, সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পর্ষদ৷

বর্তমান করোনা পরিস্থিতির জেরে চলতি বছরের প্রস্তাবিত মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কি, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে৷ পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার জেরে শিক্ষাসচিব মণীশ জৈন গতকাল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন৷ সূত্রের খবর, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও টেলিফোনে তাঁদের সঙ্গে কথা বলেন৷ এরপর পর্ষদের তরফে পরীক্ষার প্রস্তুতি বর্তমানে কি অবস্থায় আছে তার বিস্তারিত রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে৷ পরীক্ষা না হলে কীভাবে ছাত্র-ছাত্রীদের বিকল্প পদ্ধতিতে নম্বর দেওয়া হবে রিপোর্টে সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর৷ সব দিক খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *