উচ্চমাধ্যমিকের স্থগিত পরীক্ষা কবে? বড় আশ্বাস সংসদ সভাপতির

উচ্চমাধ্যমিকের স্থগিত পরীক্ষা কবে? বড় আশ্বাস সংসদ সভাপতির

কলকাতা: চোখ রাঙাচ্ছে করোনা৷ লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ চিন্তা বাড়িয়েছে করোনা সংক্রমণ৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশজুড়ে লকডাউনের ঘোষণা হয়েছে৷ বন্ধ হয়ে গিয়েছে স্কুল-কলেজ৷ মাঝপথে স্থগিত হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষা৷ এখনও তিন দিনের পরিক্ষা বাকি রয়েছে৷ এই পরিস্থিতে দাঁড়িয়ে কবে অসমাপ্ত পরীক্ষা নেওয়া হবে? কবে প্রকাশিত হবে ফলাফল? তা নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবক ও পড়ুয়াদের অপরাধের মধ্যে৷ আর সেই সমস্ত উদ্বিগ্ন পড়ুয়াদের চিন্তামুক্ত করে বড় আশ্বাস দিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস৷

আজ দুপুরে রাজ্য সরকারের আয়োজিত ভার্চুয়াল ক্লাসের অনুষ্ঠানে অংশ নেন সংসদ সভাপতি৷ সেখানে তিনি বলেন, ‘‘পড়ুয়ারা উদ্বেগের মধ্যে রয়েছেন৷ ওঁরা বাচ্চা নয়৷ ওঁরা এখন প্রাপ্তবয়স্ক৷ সবাই পরিস্থিতি বুঝতে পারছেন৷ তাঁদের অভিভাবকরাও জানেন, এখন যা পরিস্থিতি! রাজ্যের কল্যাণের জন্য মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিচ্ছেন, আমরা আমাদের ছাত্র-ছাত্রীদের এটা বলতে পারি, মাননীয়া মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী তাঁরা ছাত্র-ছাত্রীদের কথা শুনছেন৷ ভাবছেন৷ তাঁদের কথা মাথায় রয়েছে পরীক্ষা আটকে আছে৷ সারা ভারত বর্ষজুড়ে বিভিন্ন পরীক্ষা আটকে রয়েছে৷ তাঁদের বিবেচনার মধ্যেও রয়েছে৷ সুতরাং তাঁরা পরিস্থিতি বুঝে যখনই আমাদের নির্দেশ দেবেন, আমরাও প্রস্তুত আছি৷ ছাত্র-ছাত্রীদের স্বার্থে পরীক্ষার জন্য যা কিছু করার, প্রয়োজনস আমরা সঙ্গে সঙ্গে করব৷’’

করোনার জেরে উচ্চমাধ্যমিকে এখনও পরীক্ষা শেষ হয়নি৷ ২৭ মার্চ পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ২১ মার্চ পরীক্ষার পর স্থগিত হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ একাধিক বিষয়ে নির্ধারিত ২৩, ২৫, ২৭ মার্চের পরীক্ষা এখনও বাকি৷ অনিশ্চয়তার মধ্যে উচ্চমাধ্যমিকের প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী৷ তবে, সংসদ সূত্রে খবর, প্রধান পরীক্ষকের কাছে এখনও উত্তরপত্র আসেনি৷ পরীক্ষকদের বৈঠক স্থগিত করা হয়েছে৷ একইভাবে একাদশ শ্রেণির পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছে৷ সেখানে পরীক্ষার্থী প্রায় ৮ লক্ষ৷ এই পরিস্থিতিতে কবে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে তা নিয়ে উঠছে প্রশ্ন৷

যদিও এর আগেই সংবাদমাধ্যমে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, ‘‘লকডাউন যদি ১৫ তারিখের পর উঠে যায়, আমরা স্থগিত থাকা পরীক্ষা এপ্রিলের শেষের দিকে পরবর্তী সূচি জানিয়ে দেব৷ যাতে এপ্রিলের মধ্যেই বাকি তিনটি পরীক্ষা হয়ে যায়৷ খুব দ্রুত হলেও আমাদের পরীক্ষা ফলাফল প্রকাশ করতে দেড় থেকে দুই মাস লেগে যাবে৷ তার মানে জুলাই মাসের শেষের দিকে ফলাফল প্রকাশিত হতে পারে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =