কবে হবে ২০২২-এর উচ্চমাধ্যমিক? রাজ্যের কাছে প্রস্তাবিত রুটিন পাঠাল সংসদ

কবে হবে ২০২২-এর উচ্চমাধ্যমিক? রাজ্যের কাছে প্রস্তাবিত রুটিন পাঠাল সংসদ

কলকাতা: করোনা আবহে চলতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ বিকল্প পদ্ধতিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হয়৷ তবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে অসন্তোষ দানা বেঁধেছিল ছাত্রছাত্রীদের একাংশের মধ্যে৷ কিন্তু আগামী বছর কবে হবে উচ্চমাধ্যমিক? জানা যাচ্ছে, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে ২০২২-এর উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ এর জন্য প্রস্তাবিত রুটিনও রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে৷ 

আরও পড়ুন- ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ‘গেট’ পরীক্ষা

প্রতি বছর সাধারণ মার্চ মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকে৷ এই বছর ছিল ব্যতিক্রম৷ করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়াই সম্ভব হয়নি৷ এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে পুজোর পর স্কুল খুলে দেওয়া হবে৷ সে ক্ষেত্রে পরীক্ষার আগে ক্লাস করার জন্য হাতে ৪ মাস সময় পাবে পড়ুয়ারা৷ এই সময়সীমার মধ্যে সিলেবাসও শেষ করা সম্ভব হবে৷ 

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, আগামী বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোন সময় থেকে শুরু করা যেতে পারে, তা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ ও  উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেন প্রস্তুতি শুরু করে দেয়৷ ইতিমধ্যেই পরীক্ষা নিয়ে দুই বোর্ড কর্তৃপক্ষ স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন বলেও সূত্রের খবর। এই আলোচনার ভিত্তিতেই ২০২২-এ এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু করার প্রস্তাব দিয়েছে সংসদ৷ এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হলে মাসের মাঝামাঝি সময়ে তা শেষ হয়ে যাবে৷ 

আরও পড়ুন- এ রাজ্যর সিলেবাসে এবার করোনা ভাইরাস! কাদের পড়তে হবে?

এদিকে, করোনা আবহে সিলেবাসে কাঁটছাট করা হয়েছে৷ ৩০-৩৫ শতাংশ সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে৷ ফলে পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া হবে কিনা, সে বিষয়ে সংশয় রয়েছে৷ তবে পরীক্ষার নম্বর নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি সংসদ৷  এদিকে আইসিএসই বোর্ড সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। তবে সে পথে হাঁটবে না সংসদ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *