কলকাতা: নতুন করে পরীক্ষা না নিয়ে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়া কি সম্ভব? সিবিএসই বোর্ডকে খতিয়ে দেখতে নির্দেশ পাঠাল সুপ্রিম কোর্ট৷ আগামী মঙ্গলবারের মধ্যে সিবিএসইকে বিস্তারিত রিপোর্ট সুপ্রিম কোর্টে জানাতে বলা হয়েছে৷ আগামী ২৪ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে৷ সিবিএসইর দশম ও দ্বাদশের পরিবর্তী পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের দিকে নজর রাখছে রাজ্য শিক্ষা দপ্তর৷ আর তাতেই এখনও ঝুলছে উচ্চমাধ্যমিকের ভাগ্য৷ তবে, সরকারি ভাবে উচ্চমাধ্যমিকের পূর্ব ঘোষিত পরীক্ষা সূচির কোনও পরিবর্তন করা হয়নি৷
আগামী ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে দশম ও দ্বাদশে বাকি থাকা পরীক্ষা নেওয়ার কথা৷ কিন্তু পরীক্ষা বাতিলের দাবিতে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করেন এক অভিভাবক৷ সেই মামলার শুনানিতে তিন বিচারকের বেঞ্চ বোর্ডের কাছে জানতে চেয়েছে, পরীক্ষা না নিয়ে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়া সম্ভব? আগামী ২৪ জুন মামলার পরবর্তী মামলার শুনানির দিন ধার্য করা হলেও সিবিএসইকে মঙ্গলবারের মধ্যেই আদালতে রিপোর্ট জমা দিতে হবে৷ অন্যদিকে, আইসিএসই-আইএসসির পরীক্ষা স্থগিত মামলায় বোর্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবছর পরীক্ষা হবে ঐচ্ছিক৷ চাইলে পরীক্ষা নাও দিতে পারে পড়য়ারা৷ সেক্ষেত্রে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে৷
দেশের বৃহত্তম দুই বোর্ডের দিকে ইতিমধ্যেই নজর রাখতে শুরু করেছে শিক্ষা দফতর৷ একথা আগেই ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী৷ আইসিএসই-আইএসসির পর এবার যদি সিবিএসই পরীক্ষা না নিয়ে অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর ভিত্তিতে নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে বাংলায় ঝুলতে পারে উচ্চমাধ্যমিকের পরীক্ষা৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, উচ্চমাধ্যমিকের পরীক্ষা নেওয়া বিষয়টি নিয়েও দু’টি বোর্ডের সিদ্ধান্তের উপর নজর রাখছে শিক্ষা দফতর৷ সূত্রে খবর, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর পরবর্তী রায়ের দিকে তাকিয়ে রয়েছে রাজ্য৷ রায় দেখে উচ্চমাধ্যমিকের বিষয়টিও চূড়ান্ত হতে পারে বলে খবর৷ সেক্ষেত্রে পরীক্ষা না নিয়ে অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর দেওয়ার সিদ্ধান্ত হতে পারে বলে সূত্রের খবর৷ তবে, সরকারি ভাবে এখনও পর্যন্ত পূর্ব নির্ধারিত উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি কোনও পরিবর্তন করা হয়নি৷