উচ্চ মাধ্যমিকের স্থগিত পরীক্ষার সম্ভব্য নির্ঘণ্ট, থাকছে গুচ্ছ শর্ত

উচ্চ মাধ্যমিকের স্থগিত পরীক্ষার সম্ভব্য নির্ঘণ্ট, থাকছে গুচ্ছ শর্ত

 

কলকাতা: সিবিএসই বোর্ডের দেখানো পথে এবার খুব সম্ভবত হাঁটতে চলছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ উচ্চমাধ্যমিকের বাকি স্থগিত থাকা ৩ দিনের পরীক্ষার বন্দোবস্ত করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ প্রস্তাবিত দু’টি নির্ঘণ্ট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা৷ মুখ্যমন্ত্রী অনুমোদন পেলেই চূড়ান্ত নির্ঘণ্ট প্রকাশিত হবে৷ থাকছে একাধিক বিধিনিষেধ৷

সরকারি সূত্রে খবর, ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকের সম্ভাব্য দু’টি সূচি নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা৷ সূত্রের খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষার বাকি তিনটি পরীক্ষার দুটি সম্ভব্য সূচির মধ্যে প্রথম সম্ভাব্য নির্ঘণ্ট হতে পারে ২৫, ২৭ ও২৯ জুন৷ দ্বিতীয় সম্ভাব্য নির্ঘণ্ট হতে পারে ২, ৪ ও ৬ জুলাই৷ ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে এমনই জানানো হয়েছে৷

সংসদের তরফ জুনের শেষের দিকে অথবা জুলাইয়ের প্রথমের দিকে সম্ভাব্য দুটি নির্ঘণ্ট জানানো হয়েছে৷ প্রস্তাবিত দুটি নির্ঘণ্ট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা শুরু হয়েছে৷ মুখ্যমন্ত্রী অনুমোদন পেলেই তা সরকারিভাবে ঘোষণা করা হবে৷ এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর ছাড়পত্র পেলেই সরকারি ভাবে তা ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে৷

ইতিমধ্যেই সিবিএসই’র তরফে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সূচি ঘোষণা করা দেওয়া হয়েছে৷ এবার সিবিএসই দেখানো পথেই কার্যত পরীক্ষা বিধি আনতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ উচ্চমাধ্যমিকে পরীক্ষা কেন্দ্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা হতে পারে৷ পরীক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজার আনতে বলা হতে পারে বলে৷ একটি বেঞ্চ অন্তর একটি বেঞ্চে পরীক্ষার্থীদের বসানো হতে পারে৷ যাতে পরীক্ষার্থীদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় থাকে৷ স্কুল খোলার পরেও একাধিক সতর্কতা বজায় থাকতে পারে বলেও জানা গিয়েছে৷

এই মুহূর্তে উচ্চমাধ্যমিকে ৩ দিনের পরীক্ষা বাকি রয়েছে৷ ১৪টি বিষয়ে এখনও পরীক্ষা নেওয়া যায়নি৷ সেই সমস্ত পরীক্ষা নেওয়ার সময় পরীক্ষা কেন্দ্রগুলি যাতে আরও বাড়ানো যায়, শারীরিক দূরত্ব বজায় রাখা বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দফতররের তরফে৷ দু’একদিনের মধ্যেই এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে মনে করা হচ্ছে৷ এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘যখন স্কুল খুলবে, প্রতিটা ক্লাসে স্যানিটাইজার মেশিন লাগাতে হবে,জীবাণুমুক্ত করে ছাত্র-ছাত্রীদের ঢোকাতে হবে৷ মাস্ক পরতে হবে৷ সংসদকে জানানো হয়েছে, ব্যবস্থা নিতে৷ আমরা ইতিমধ্যে একটা ফর্মুলা তৈরি করেছি৷ যদি এটা হয় আমাদের যে সংখ্যক স্কুল লাগবে, তার দ্বিগুণ সংখ্যায় স্কুল চিহ্নিতকরণের কাজ হচ্ছে৷ পরীক্ষার পরিকাঠামোগত সমস্ত রকম জিনিসের জন্য আমরা তৈরি আছি৷ এখন শুধু সময়ের অপেক্ষা৷ বাইরের পরিকাঠামোগত অবস্থা দেখে আমরা পদক্ষেপ নেব৷’’

শিক্ষা সংক্রান্ত খবর জানতে নজর থাকুক AajBikel.com-এর পাতায়…


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =