BREAKING: বেসরকারি স্কুলে টিউশন মকুবের নির্দেশ হাইকোর্টের

BREAKING: বেসরকারি স্কুলে টিউশন মকুবের নির্দেশ হাইকোর্টের

কলকাতা: করোনা রুখতে জারি হয়েছিল দীর্ঘ লকডাউন৷ তারপর ধারে ধাপে শুরু হয়েছে অনলক পর্ব৷ গোটা লকডাউন ও আনলক পর্ব মিলিয়ে জেরবার জনজীবন৷ সরাসরি প্রভাব পড়েছেন অর্থনীতিতে৷ করোনা আবহে কাজ হারিয়েছেন বহু মানুষ৷ আয় কমেছে সাধারণ নিম্ন-মধ্যবিত্ত জনতার৷ আগামী দিনগুলি কীভাবে কাটবে, ভেবে ভেবে কূলকিনারা পাচ্ছেন না জনতা৷ করোনা মহামারীর সুযোগে বহু স্কুল ইতিমধ্যেই বেশ খানিকটা বাড়িয়েছে ফি৷ বর্ধিত স্কুল ফি মেটাতে সাধারণে জনতা বিকাপে পড়লেও পরিস্থিতি মোকাবিলায় সরকারি হুঁশিয়ারি, আর্জি ছাড়া আর কোনও পদক্ষেপ নেওয়া হয়ে ওঠেনি৷ সমস্যা মেটাতে ভুক্তভোগী অভিভাবকদের শেষ ভরসা ছিল আদালত৷ এবার সেই আদালতে কার্যত বড়সড় স্বস্তি পেলেন অভিভাবকদের একাংশ৷

আজ কলকাতা হাইকোর্টে ছিল বর্ধিত স্কুলে ফি প্রত্যাহা সংক্রান্ত মামলার শুনানি৷ মামলার শুনানিতে পুজোর আগে কিছুটা স্বস্তি পেয়েছেন অভিভাবকদের একাংশ৷ দীর্ঘ শুনানির পর রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলের টিউশন ফি ২০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে৷ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে,  ২০১৯-২০২০ বর্ষে স্কুল ফি কমাতে হবে ২০ শতাংশ৷ নন একাডমিক ফি মকুব করতে হবে স্কুল কর্তৃপক্ষকে৷ আপাতত কর্মচারী ও শিক্ষকদের বেতন বৃদ্ধি না করারও সুপারিশ করা হয়েছে৷ যারা ইতিমধ্যেই যে অভিভাবকরা বর্ধিত স্কুল ফি মিটিয়ে দিয়েছেন, তাঁদের সেই অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷ গোটা প্রক্রিয়াটি পরিচালনার জন্য ৩ সদস্যের একটি কমিটি আগেই গঠন করেছিল আদালত৷ যে সমস্ত অভিভাবকরা আর্থিক ভাবে ভেঙে পড়েছেন, তাঁদের যাতে বাড়তি সুবিধা দেওয়া, কী ধরণের সুবিধা দেওয়া যেতে পারে, তা দেখার কাজ দেওয়া হয়েছে এই কমিটির উপর৷

এর আগে কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছিল, অভিভাবকদের ৮০ শতাংশ স্কুল ফি জমা দিতে হবে৷ ১৫ আগস্টের মধ্যে বকেয়া মেটাতে নির্দেশ দেওয়া হয়৷  হবে৷ ল্যাব, লাইব্রেরি, কম্পিউটার ফি না দিলেও দিতে হবে স্কুল ফি৷ এবার আজ মামলার শুনানিতে ২০ শতাংশ ফি মকুবের নির্দেশ দিয়েছে আদালত৷ স্বভাবতই আদালতের এই নির্দেশে করোনা আবহে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন অভিভাবকদের একাংশ৷ 

করোনা পরিস্থিতিতে বেসরকারি স্কুলের ফি মকুবের জন্য হাইকোর্টের দ্বারস্থ হন অভিভাবকরা। অভিভাবকদের আবেদনের ভিত্তিতে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের নেতৃত্বাধীন এই কমিটির গঠন করা হয়৷ ওই কমিটিতে আছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন প্রধান গোপা দত্ত। বেরসরকারি স্কুলগুলির আয় ও ব্যয়ের হিসেব খতিয়ে দেখার পর আজ ২০ শতাংশ ফি মকুবের নির্দেশ বলে আদালত সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =