মাধ্যমিকের দুদিন আগেও মেলেনি অ্যাডমিট কার্ড! ‘টাকার ব্যাগ’ নিয়ে প্রধান শিক্ষকদের তলব

মাধ্যমিকের দুদিন আগেও মেলেনি অ্যাডমিট কার্ড! ‘টাকার ব্যাগ’ নিয়ে প্রধান শিক্ষকদের তলব

কলকাতা: মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মাত্র দু’দিন বাকি৷ কিন্তু এখনও পর্যন্ত বহু ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ডই হাতে পেল না৷ বিষয়টি গড়িয়েছে কলকাতা হাই কোর্ট পর্যন্ত৷ স্কুলের প্রধান শিক্ষকদের মোটা টাকার ব্যাগ নিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত! মাধ্যমিক পরীক্ষার্থীরা অ্যাডমিট না পাওয়া  ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি বলেন, ‘‘মোটা টাকার ব্যাগ নিয়ে হাই কোর্টে আসবেন প্রধান শিক্ষকরা৷ না হলে পুলিশ দিয়ে আদালতে নিয়ে আসব। সেটা নিশ্চয়ই ভালো দেখাবে না।’’ মাধ্যমিক পরীক্ষার দু’দিন আগে স্রেফ স্কুলের গাফিলতিতে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড হাতে পায়নি বলে অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ বাগুইআটি জ্যাংড়া আদর্শ বিদ্যালয় এবং অশোকনগরের সূর্যমৌলানা আজাদ উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু ছাত্র-ছাত্রী৷ এছাড়াও মুর্শিদাবাদের একটি হাইস্কুলের ৮ ছাত্রও অ্যাডমিট কার্ড না পাওয়ায় হাই কোর্টে যায়৷ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। 

মোটা টাকার ব্যাগ হাতে করে হাই কোর্টে আসতে বলা হয়ছে প্রধান শিক্ষকদের৷ মনে করা হচ্ছে, বিপুল পরিমাণ জরিমানা করা হতে পারে৷ বিচারপতি বলেন, ‘বিপ্লব করার বেলায় প্রধান শিক্ষকদের জুড়ি মেলা ভার। অথচ ছাত্রছাত্রীদের নিয়ে তারা উদাসীন।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *