অধরা ৭ কোটির প্রশ্ন, ১ কোটি জিতে কেবিসিতে বাজিমাত পুলিশকর্তার

নয়াদিল্লি: সাত কোটির প্রশ্নটি ছিল, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেই প্রথম খেলোয়ার কে ছিলেন যিনি একই দিনে দুটি অর্ধশতক করেছেন?’ হাতে কোনও লাইফলাইন না থাকায় দুর্ভাগ্যবশত হার মেনে নিলেন বিহারের হাজিপুরের বাসিন্দা অজিত কুমার৷ কিন্তু তার আগে ১৫ নম্বরের এক কোটির প্রশ্নে সঠিক উত্তর দিয়েছিলেন৷ তাই তিনিই হলেন এবারের ‘কৌন বনেগা কড়োরপতি’-র চতুর্থ কোটিপতি৷ পেশায় জেল

3 stocks recomended

নয়াদিল্লি: সাত কোটির প্রশ্নটি ছিল, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেই প্রথম খেলোয়ার কে ছিলেন যিনি একই দিনে দুটি অর্ধশতক করেছেন?’ হাতে কোনও লাইফলাইন না থাকায় দুর্ভাগ্যবশত হার মেনে নিলেন বিহারের হাজিপুরের বাসিন্দা অজিত কুমার৷ কিন্তু তার আগে ১৫ নম্বরের এক কোটির প্রশ্নে সঠিক উত্তর দিয়েছিলেন৷ তাই তিনিই হলেন এবারের ‘কৌন বনেগা কড়োরপতি’-র চতুর্থ কোটিপতি৷

পেশায় জেল সুপারিনটেনডেন্ট অজিত কুমার শো-এর ৬৭ তম পর্বের প্রতিযোগী ছিলেন৷ তাঁর এক কোটির প্রশ্ন ছিল, ব্রিটিশদের প্রথম উপগ্রহ কোনটি ছিল যা ব্রিটিশ রকেটের মাধ্যমে সফলভাবে প্রতিস্থাপন হয়েছিল৷ অজিতের হাতে একটি মাত্র লাইফলাইন ছিল ‘ফিফটি-ফিফটি’ অনেক চিন্তাভাবনার পর শেষ লাইফলাইনটি নেওয়ার সিদ্ধান্ত নেন৷ এরপর দুটি উত্তর ছিল ‘প্রসপেরা’ ও ‘মিরান্ডা’৷ অজিত উত্তর দেন ‘প্রসপেরা’৷ আর এই উত্তরেই বাজিমাত৷ এই সাফল্যে সাত কোটির দুঃখ ভুলে গিয়ে আনন্দে মেতেছে তার পরিবার থেকে আত্মীয়স্বজন সকলেই৷ শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্ঠানের সঞ্চালক বিগবি অমিতাভ বচ্চনও৷

এবারের কেবিসিতে অজিতের আগের তিন জন কোটিপতি হলেন৷ প্রথমে বিহারের জেহানাবাদের বাসিন্দা সনোজ রাজ ইনি পেশায় আইএএস অফিসার, দ্বিতীয় মহারাষ্ট্রের অমরাবতীর বাসিন্দা ববিতা তাড়ে, পেশায় মিড-ডে মিল-এর রাঁধুনি, তৃতীয়জন বিহারের মধুবনির বাসিন্দা গৌতম কুমার ঝাঁ, পেশায় রেলের ইঞ্জিনিয়ার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 1 =