ফাইনাল ইয়ারের পরীক্ষা বাতিলের দাবিতে সোচ্চার যুব সেনা

ফাইনাল ইয়ারের পরীক্ষা বাতিলের দাবিতে সোচ্চার যুব সেনা

মুম্বই: ফাইনাল ইয়ারের পরীক্ষা বাতিল করার দাবিতে সোচ্চার মহারাষ্ট্রের যুব সেনা৷ মহারাষ্ট্রের করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পরীক্ষা বাতিলের বিষয়ে ইউজিসি’র সঙ্গে রাজ্য সরকারের কথা বলা উচিত বলে দাবি তুলল তাঁরা৷ 

চলতি বছর কোভিড-১৯ প্যানডেমিকে বদলে গিয়েছে অ্যাকাডেমিক ক্যালেন্ডার৷ আগামী জুলাই মাসে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ফাইনাল ইয়ারের পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করেছেন মহারাষ্ট্রের  উচ্চ এবং প্রযুক্তিগত শিক্ষামন্ত্রী উদয় সাওয়ান্ত৷ তবে প্রয়োজনে রাজ্যের করোনা পরিস্থিতি বিবেচনা করে ২০ জুন ২০২০-তে পুনরায় এই সিদ্ধান্ত খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি৷ 

সেইসঙ্গে প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা বাতিল করার কথাও ঘোষণা করে হয়েছে৷ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে ছাত্র সমাজের মধ্যে একটি ইতিবাচক বার্তা পৌঁছেছে৷ কিন্তু চিন্তায় পড়েছেন ফাইনাল ইয়ারের পড়ুয়ারা৷ এদিকে, সরকারি নির্দেশিকা আসার পর শীঘ্রই ফাইনাল ইয়ারের পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করা হবে বলে জানিয়েছে মুম্বই বিশ্ববিদ্যালয়৷ সম্প্রতি এই বিষয়ে প্রতিটি বিভাগীয় প্রধান এবং অধ্যক্ষদের নিয়ে একটি বৈঠকও করা হয়েছে৷ এছাড়াও নতুন অ্যাকাডেমিক সেসন নিয়েও শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ 

ছাত্রদের পাশে দাঁড়িয়ে এদিন পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে সমর্থন জানায় শিব সেনার যুব শাখা যুব সেনা৷ তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে ইউজিসি’র কাছে চিঠিও পাঠিয়েছেন যুব সেনার সম্পাদক বরুণ সরদেশাই৷ এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘সাম্প্রতিক ঘোষণায় উয়দ সাওয়ান্ত জানিয়েছেন ২০ জুন, ২০২০ পর্যন্ত অপেক্ষা করা হবে৷ যে ভাবে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হতে পারে৷ এই অবস্থায় অবিলম্বে পরীক্ষা বাতিল করার জোড়াল দাবি উঠেছে ছাত্র মহলে৷ আমরা ২০ তারিখ পর্যন্ত অপেক্ষা করব৷ এর পরে উদয় সাওয়ান্তের সঙ্গে আলোচনায় বসব৷ ছাত্রদের অনুভূতির কথা তাঁর কাছে তুলে ধরব আমরা৷’’

সরদেশাই আরও বলেন, প্রথম এবং দ্বিতীয়বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা বাতিল করা হয়েছে৷ ইউজিসি গাইডলাইন মেনে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে তাঁদের নম্বর দেওয়া হবে৷ তৃতীয়বর্ষের পড়ুয়াদের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা উচিত৷ ফাইনাল ইয়ারের রেজাল্ট ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ তাঁদের নিয়ে উদ্বিগ্ন ইউজিসি৷ এটা খুবই গুরুত্বপূর্ণ সার্টিফিকেট৷ এই বিষয়ে ইউজিসি সঠিক সিদ্ধান্তই নেবে৷ 

শিক্ষা সংক্রান্ত খবর জানতে নজর থাকুক AajBikel.com-এর পাতায়…


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − six =