কলকাতা: কলেজ বিশ্ববিদ্যালয় পরীক্ষা আগেই বাতিল ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ অভ্যন্তরীণ মূল্যায়ন পদ্ধতি কী হবে তাও চূড়ান্ত হয়ে গিয়েছিল৷ সেই মর্মে শুরু হয়ে গিয়েছিল মূল্যায়ন প্রক্রিয়া৷ কিন্তু আচমকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশিকায় ঘিরে তৈরি হয়েছিল জটিলতা৷ চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাধ্যতামূলক বলে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের জারি করা নির্দেশিকা ইতিমধ্যেই সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের পাঠিয়ে দেওয়া হয়েছে৷ কেন্দ্র পরীক্ষা নিতে চাইলে রাজ্য কী করবে? তৈরি হয়েছে বিভ্রান্তি৷ বাংলার কলেজ পড়ুয়াদের সেই বিভ্রান্তি কাটাতে এবার মাঠে নামার ঘোষণা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ পরীক্ষা জট কাটিয়ে সমস্যা সমাধানে হেস্তনেস্ত চেয়েছেন তিনি৷
রাজ্য-রাজ্যভবন সংঘাত পর্বে আচার্যের ক্ষমতা বেশ খানিকটা রঘু করা হয়েছে বলে আগেই অভিযোগ তুলেছিলেন রাজ্যপাল৷ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালেয়র সাংবিধানিক প্রধানের ক্ষমতা লঘুকে কেন্দ্র করে বাংলার রাজনীতির ময়দানে কম কাদা ছোড়াছুড়ি হয়নি৷ এবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর কলেজ ও বিশ্ববিদ্যালেয়র পরীক্ষা জট কাটাতে উপাচার্যদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার বার্তা দিয়েছেন ধনকর৷ প্রয়োজনে ইউজিসি ও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও টুইটে নিজের অবস্থান জানালেন রাজ্যপাল৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে আজ দুপুরে টুইট করে রাজ্যপাল লেখেন, ‘‘বিভিন্ন সূত্র থেকে ছাত্রদের উদ্বেগের কথা আমাকে জানানো হয়েছে৷ ১৫ জুলাই উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলব৷ সমাধান জরুরি। প্রয়োজনে UGC এবং কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর সঙ্গেও কথা বলব। আমি ছাত্রদের প্রতি দায়বদ্ধ।’’
বিভিন্ন সূত্র থেকে ছাত্রদের উদ্বেগের কথা আমাকে জানানো হয়েছে। ১৫ জুলাই উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সের পর @MamataOfficial এর সঙ্গে কথা বলব। সমাধান জরুরি। প্রয়োজনে #UGC এবং কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর সঙ্গেও কথা বলব। আমি ছাত্রদের প্রতি দায়বদ্ধ।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 8, 2020