৫ লক্ষ টাকার বৃত্তি ঘোষণা গুগলের, শুরু নয়া প্রতিযোগিতা

নয়াদিল্লি: ভারতীয় পড়ুয়াদের জন্য সুখবর৷ পড়ুয়াদের সৃজনশীলতা ও শিল্প নিদর্শনের সুযোগ দেওয়ার জন্য আরও একবার ডুডল প্রতিযোগীতা নিয়ে হাজির হল বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন সংস্থা গুগল৷ সংস্থার লোগো তৈরির এই প্রতিযোগীতায় অংশগ্রহণে আহ্বান জানিয়ে ইতিমধ্যে একটি বিবৃতিও প্রকাশ করেছে মার্কিন সার্চ ইঞ্জিন সংস্থা গুগল৷ এবছরের এই প্রতিযোগীতার ভাবনা ‘বড় হওয়ার সঙ্গ সঙ্গে আমার আশা’৷ সংস্থার

৫ লক্ষ টাকার বৃত্তি ঘোষণা গুগলের, শুরু নয়া প্রতিযোগিতা

নয়াদিল্লি: ভারতীয় পড়ুয়াদের জন্য সুখবর৷ পড়ুয়াদের সৃজনশীলতা ও শিল্প নিদর্শনের সুযোগ দেওয়ার জন্য আরও একবার ডুডল প্রতিযোগীতা নিয়ে হাজির হল বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন সংস্থা গুগল৷ সংস্থার লোগো তৈরির এই প্রতিযোগীতায় অংশগ্রহণে আহ্বান জানিয়ে ইতিমধ্যে একটি বিবৃতিও প্রকাশ করেছে মার্কিন সার্চ ইঞ্জিন সংস্থা গুগল৷

এবছরের এই প্রতিযোগীতার ভাবনা ‘বড় হওয়ার সঙ্গ সঙ্গে আমার আশা’৷ সংস্থার বিবৃতি অনুযায়ী, পড়ুয়াদের আঁকা সেই ছবির মধ্যে মাটি, জল রঙ, মোম রঙ কিংবা গ্রাফিক্স ডিজাইনের দ্বারা ‘জি-ও-ও-জি-এল-ই’ এই বর্ণগুলি সংযুক্ত করে ডুডলটি তৈরি করতে হবে৷

সংস্থার তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, বিজয়ীদের কলেজের বৃত্তি হিসাবে ৫ লক্ষ টাকা, স্কুল কিংবা নন প্রফিট সংস্থার জন্য ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে৷ একই সঙ্গে তার তৈরি ডুডলটি চলতি বছরের ১৪ নভেম্বর গুগলের ভারতীয় হোমপেজে প্রদর্শীত হবে৷ আরও বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন- doodles.google.co.in/d4g

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইন কিংবা অফলাইন মাধ্যমে সংস্থার কাছে তাদের তৈরি ডুডল পাঠাতে হবে অংশগ্রহণকারী পড়ুয়াদের৷ প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগীতায়৷ ডুডলের একটি টিম সহ অতিথি বিচারকদের একটি প্যানেল এবছরের প্রতিযোগীদের পর্যালোচনা করবেন৷ এরপর সংস্থার অভ্যন্তরীণ টিম ও জুরিরা ভোটের দ্বারা শীর্ষস্থানীয় ২০টি ডুডল বেছে নেবেন৷ এখানেই শেষ নয়, বাছাই করা ২০ জন প্রতিযোগীর মধ্যে বিজয়ীকে ভোটদানের মাধ্যমে বেছে নেবে দেশের জনগণ৷ আগামী ২১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলবে সেই ভোটদান প্রক্রিয়া৷

২০০৯ সাল থেকে এই প্রতিযোগীতার আয়োজন করছে মার্কিন এই সংস্থা৷ প্রথম বছর এই প্রতিযোগীতার ভাবনা ছিল ‘আমার ভারতবর্ষ’৷ তবে শুধুমাত্র ভারতেই নয়, এশিয়ার অন্যান্য দেশগুলি সহ কানাডা ও লাতিন আমেরিকাতেও এই ডুডল প্রতিযোগীতার আয়োজন করে গুগল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *