Aajbikel

স্কুল শিক্ষকদের জন্য সুখবর, নয়া বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের

কলকাতা: শিক্ষক বিদ্রোহের ক্ষতে প্রলেপ দিতে নয়া বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দপ্তর৷ শিক্ষকদের বদলি নীতিতে বড়সড় পরিবর্তন এনে বড়সড় সুখবর শোনাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষকদের জন্য বড়সড় স্বস্তি দিয়ে স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, বদলির আবেদন করতে গেলে এখন থেকে আর কোনও ফি দিতে হবে না৷ এতদিন শিক্ষকদের যে কোন ধরনের বদলির আবেদনের
 | 
স্কুল শিক্ষকদের জন্য সুখবর, নয়া বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের

কলকাতা: শিক্ষক বিদ্রোহের ক্ষতে প্রলেপ দিতে নয়া বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দপ্তর৷ শিক্ষকদের বদলি নীতিতে বড়সড় পরিবর্তন এনে বড়সড় সুখবর শোনাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

শিক্ষকদের জন্য বড়সড় স্বস্তি দিয়ে স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, বদলির আবেদন করতে গেলে এখন থেকে আর কোনও ফি দিতে হবে না৷ এতদিন শিক্ষকদের যে কোন ধরনের বদলির আবেদনের জন্য দু’হাজার টাকা করে রাজ্য সরকার ফি ধার্য করত৷ কিন্তু, নয়া বিজ্ঞপ্তি জারি করে স্কুল শিক্ষা দপ্তরের জানিয়ে দিয়েছে, বদলির আবেদনে আর লাগবে না কোনও ফি৷ কিন্তু, হঠাৎ কেন এই বিজ্ঞপ্তি?

পর্যবেক্ষক মহলের ধারণা, লোকসভা ভোটের ফল স্পষ্ট, সংখ্যাগরিষ্ঠ সরকারি কর্মী তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে৷ লোকসভা নির্বাচনে শিক্ষক ও সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত ক্ষোভও রয়েছে যথেষ্ট৷ লোকসভা ভোটের ফলাফল বলছে, দু’একটি কেন্দ্র ছাড়া রাজ্যের লোকসভা কেন্দ্রে সরকারি কর্মীরা তৃণমূল থেকে মুখ ফিরিয়ে৷ ষষ্ঠ বেতন কমিশনের দাবিতে চলছে আন্দোলন৷ সোশ্যাল নেটওয়ার্ক সাইটে সেই ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষক ও সরকারিদে একাংশ৷ তারফর মহার্ঘ ভাতা কয়েকা থাকায় রয়েছে ক্ষোভ৷ বেতন কমিশনের মেয়াদও বেড়েছে৷ ফলে, এই নিয়ে কর্মমহলে ক্ষোভের উত্তাপ বুঝে কিছু হলেও ক্ষতে প্রলেপ দিতে নয়া বিজ্ঞপ্তি জারি রাজ্যের৷

Around The Web

Trending News

You May like