নয়াদিল্লি: ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) এর ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের পরীক্ষা। এবছর থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের সুবিধার জন্য পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি দেবে বোর্ড।
বোর্ড আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত ছাত্র-ছাত্রীদের নাম চিল্ড্রেন উইডথ স্পেশল নিড (সিএসডব্লুএন) এর অধীনে রেজিস্ট্রার করা আছে কেবলমাত্র সেই ছাত্র-ছাত্রীরাই এই বিশেষ সুবিধা পাবে। বিশেষ চাহিদা সম্পন্ন অথচ সিএসডব্লুএন-এর অধীনে নাম রেজিস্ট্রার করা করা নেই এমন পরীক্ষার্থীদের আগামী ২৮শে জানুয়ারি মধ্যে তাদের নাম নথিভুক্তকরণের আবেদন জানাতে হবে। তবে এর জন্য প্রমাণ স্বরূপ যথোপযুক্ত সার্টিফিকেট না থাকলে আবেদন জানানো যাবে না। এই পরীক্ষার্থীরা সাধারণ বেসিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। ইতিমধ্যেই চিঠি লিখে এবিষয়ে স্কুলগুলিকে জানিয়েছেন সিবিএসই বোর্ডের কন্ট্রোলার, সন্যম ভরদ্বাজ।
প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে বোর্ডের পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন ক্লাস টেন ও টুয়েলভ এর পরীক্ষার্থীদের লেখার ক্ষেত্রে সাহায্যের জন্য ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্য নেওয়ার অনুমতি দিয়েছিল সিবিএসসি বোর্ড।