ইংরেজবারাজ: হস্টেলে পানীয় জল, আলো, শৌচাগারসহ একাধিক সমস্যার সমাদানের দাবিতে উপাচার্যের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আবাসিক পড়ুয়ারা। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া সেই বিক্ষোভ এখনও চলছে। শুক্রবার সকালে পড়ুয়াদের বহিরাগত আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের উপযুক্ত শাস্তি নিয়েও উপাচার্যের সাথে কথা বলতে চায় পড়ুয়ারা।
যদিও উপাচার্য জানিয়েছেন, গতকাল রাত থেকে ভোর পর্যন্ত তিনি একাধিকবার পড়ুয়াদের আলোচনায় বসতে চাইলেও কেউ দেখা করেনি। তবে সমস্যা সমাধানে ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে তিনি জানিয়েছেন। আবাসনে সংক্রান্ত একাধিক দাবি নিয়ে বৃহস্পতিবার রাত ১০ নাগাদ অবস্থান বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা। ছাত্রদের অভিযোগ, হস্টেলে পানীয় জল, আলো, শৌচাগারসহ নানান সমস্যা নিয়ে গতরাত থেকে তাঁরা বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ চলাকালীন আজ ভোরে বহিরাগত আখ্যা দিয়ে ঘাড়ধাক্কা দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয় কয়েকজন।
তাঁদেরকে পানীয় জল খাওয়ার বদলে মহানন্দার জল খাওয়ারও পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগ। হস্টেলের সমস্যাসহ ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে আজ সকাল সাড়ে ১০টা থেকে তাঁরা ফের উপাচার্যের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। কিন্তু উপাচার্যের দেখা মেলেনি এখনও পর্যন্ত। যতক্ষণ না উপাচার্য সঙ্গে দেখা করছেন, ততক্ষণ নিজেদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ছাত্ররা।